চ্যাটজিপিটিতে এবার অন্যের সঙ্গে চ্যাট করা যাবে

চ্যাটজিপিটিতে এবার অন্যের সঙ্গে চ্যাট করা যাবে

ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি মানুষের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। যখন যা কিছু জানার এখন চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করলেই হলো, বিস্তারিত জানিয়ে দেবে। এমনকি মন খারাপের সময় সবচেয়ে কাছের সঙ্গী হতে পারে চ্যাটজিপিটি।

এখন আরও সুবিধা আসছে এই চ্যাটবটে। শুধু চ্যাটজিপিটির সঙ্গেই নয়, ইউজাররা অন্য ইউজারের সঙ্গে ডিরেক্ট চ্যাট করতে পারবেন। তেমনই আভাস পাওয়া যাচ্ছে।

লাইভমিন্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, এআইপিআরএম-এর শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ার টিবর ব্লাহো প্রথম এটি দেখেন। এআইপিআরএম এমন একটি ব্রাউজার এক্সটেনশন যেটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল টেমপ্লেট তৈরি করার জন্য ব্যবহৃত হয়। টিবর জানিয়েছেন, অ্যান্ড্রয়েডে এমন একটি অ্যাপ দেখা গিয়েছে যার বিটা ভার্সনে চ্যাটজিপিটি ডিএম এর ফিচার দেখা গিয়েছে। তার ফিচার একেবারে মিলে গিয়েছে ওপেনএআই-এর সোরা অ্যাপ এর ডিরেক্ট মেসেজ ফিচারের সঙ্গে।

এক্স পোস্টে টিবর জানিয়েছেন, চ্যাটজিপিটিকে এমনভাবে আপগ্রেড করার চেষ্টা হচ্ছে, যাতে ওই প্ল্যাটফর্মে ইউজারেরা একসঙ্গে আলোচনা করে যে কোনো কাজ করতে পারবেন। তার সঙ্গেই খেয়াল রাখা হবে ইউজারদের গোপনীয়তা নিয়েও। ইনস্টাগ্রামে ডিরেক্ট মেসেজ ফিচার খুবই জনপ্রিয়। চ্যাটজিপিটিতে তেমনই ফিচার আনার চেষ্টা চালাচ্ছে ওপেনএআই, তাহলে চ্যাটজিপিটি প্ল্যাটফর্ম ব্যবহার কর ইউজারেরা নিজেদের মধ্যে কথা বলতে পারবেন। সেক্ষেত্রে চ্যাটজিপিটি কার্যত সোশ্যাল মিডিয়ার মতো সুবিধাও দিতে পারবে।

আরও পড়ুনএআইকে চোখ বন্ধ করে বিশ্বাস করা বিপজ্জনকচ্যাটজিপিটিকে যেসব প্রশ্ন ভুলেও করবেন না

সূত্র: লাইভমিন্ট

কেএসকে/এএসএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin