১৫ মিনিটের চার্জে ১৫০ কিলোমিটার চলবে টাটা কার্ভ

১৫ মিনিটের চার্জে ১৫০ কিলোমিটার চলবে টাটা কার্ভ

টাটা মোটরস বাজারে আনলো নতুন বৈদ্যুতিক গাড়ি। গাড়ির নাম টাটা কার্ভ ইভি। দারুণ রেঞ্জ শুধু নয়, গাড়িতে রয়েছে আধুনিক ডিজাইন এবং বৈশিষ্ট্য। সানরুফ থেকে শুরু করে বড় টাচস্ক্রিন, সেফটি ফিচার্স সবই রয়েছে গাড়িতে।

টাটা কার্ভ ইভিতে রয়েছে এলইডি টেল লাইট, যা গাড়িজুড়ে দেখা যাবে। ভেতরে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। তার সঙ্গে রয়েছে প্যানারমিক সানরুফ, ওয়্যারলেস চার্জিং, অ্যাডজাস্টেবেল ড্রাইভার সিট, ইলেক্ট্রনিক পার্কিং ব্রেক ইত্যাদি।

সুরক্ষার জন্য দেওয়া হয়েছে ৬টি এয়ারব্যাগ, লেভেল ২ অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম, ডিস্ক ব্রেক, অটো-হোল্ড, এমার্জেন্সি ব্রেকিং-সহ একাধিক ফিচার্স।

টাটা কার্ভ গাড়ির একাধিক ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে কোম্পানি। বেস মডেলে ৪৫ কিলোয়াট হাওয়ার ব্যাটারি, যা ফুল চার্জে ৫০২ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। টপ মডেলে রয়েছে ৫৫ কিলোওয়াট হাওয়ার ব্যাটারি, যা ফুল চার্জে নন-স্টপ ৫৮৫ কিলোমিটার নিয়ে যাবে। এটি টাটা মোটরসের এখন পর্যন্ত সবচেয়ে লং রেঞ্জ ইলেকট্রিক গাড়ি।

কোম্পানির দাবি, কার্ভ ইভিতে রয়েছে আলট্রা-ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থাও। ডিসি চার্জিং প্রযুক্তির মাধ্যমে মাত্র ১৫ মিনিট প্লাগ-ইন রাখলেই গাড়ি চলবে ১৫০ কিলোমিটার। অর্থাৎ মাত্র ১৫ মিনিটের চার্জে গাড়িটি ১৫০ কিলোমিটার চালাতে পারবেন।

টাটা মোটরসের এই ইলেকট্রিক গাড়ির দাম ভারতীয় বাজারে এক্স-শোরুম ১৭ লাখ ৪৯ হাজার থেকে ২১ লাখ ৯৯ হাজার রুপি। টাটা কার্ভ ইলেকট্রিক ছাড়াও পেট্রল মডেলেও পাওয়া যাবে।

আরও পড়ুনপুরোনো গাড়ি কিনে জিততে চাইলে খেয়াল রাখুন ৩ বিষয়ভক্সওয়াগনের নতুন গাড়িতে থাকছে যেসব ফিচার

সূত্র: এবিপি নিউজ, কার ওয়ালা

কেএসকে/এএসএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin