চ্যাটজিপিটি আপনার হয়ে কেনাকাটাও করে দেবে

চ্যাটজিপিটি আপনার হয়ে কেনাকাটাও করে দেবে

ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি মানুষের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। যখন যা কিছু জানার এখন চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করলেই হলো, বিস্তারিত জানিয়ে দেবে। এমনকি মন খারাপের সময় সবচেয়ে কাছের সঙ্গী হতে পারে চ্যাটজিপিটি।

এবার চ্যাটজিপিটি আপনার হয়ে কেনাকাটাও করে দেবে। আপনি চ্যাটবটে কোনো পণ্যের খোঁজ করার পর, সেই চ্যাট উইন্ডো না ছেড়েই সরাসরি কেনাকাটা শেষ করতে পারবেন। মুহূর্তের মধ্যে আপনি ঠিক যেটা কিনতে চাইছেন সেটাই আপনার সামনে এসে উপস্থিত হবে ও আপনি কোনো সমস্যা ছাড়াই কিনে ফেলতে পারবেন সেই পণ্য।

আচ্ছা বুঝিয়ে বলছি, এবার থেকে চ্যাটজিপিটি শুধু পরামর্শ দেবে এমন নয়। এবার তারা সরাসরি জিনিসপত্র কেনাতেও সাহায্য করবে। ওপেনএআই ঘোষণা করেছে, চালু হচ্ছে ইন্সট্যান্ট চেকআউট ফিচার। আর সেই শুরু হচ্ছে ইটসি এবং শোপিফাই-এর মতো ই-কমার্স জায়ান্টদের সঙ্গে।

এই পুরো প্রক্রিয়া গ্রাহকদের জন্য পণ্য খোঁজা ও তা কেনার মধ্যের দূরত্ব কমিয়ে আনবে। অন্যদিকে, বিক্রেতারা ঠিক সেই মুহূর্তে গ্রাহকের কাছে পৌঁছাতে পারবেন, যখন তিনি কেনার সিদ্ধান্ত নিচ্ছেন। ইটসি, শোপিফাই-এর হাত ধরে ইন্সট্যান্ট চেকআউট অনলাইন কেনাকাটার ভবিষ্যৎকে আমূল পরিবর্তন করতে চলেছে।

আশা করা যায় ভবিষ্যতে অ্যামাজন, ফ্লিপকার্ট বা অন্যান্য ই-কমার্স ওয়েবসাইটও এই একই পথে পা বাড়াবে। অর্থাৎ আগামীতে চ্যাটবট শুধু তথ্য দেবে, এমন নয়। লেনদেনও পরিচালনা করবে। সেই সঙ্গে শোনা যাচ্ছে মেসেজিং প্ল্যাটফর্মের মতো একে অন্যের সঙ্গে চ্যাট করা যাবে এই চ্যাটজিপিটিতে।

আরও পড়ুনএআইকে চোখ বন্ধ করে বিশ্বাস করা বিপজ্জনকচ্যাটজিপিটিকে যেসব প্রশ্ন ভুলেও করবেন না

সূত্র: লাইভমিন্ট

কেএসকে/এমএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin