চট্টগ্রামে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি 

চট্টগ্রামে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি 

সারা দেশের মতো চট্টগ্রামের ১৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে কর্মরত মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতি পালন করছে।ন ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতি চলবে বেলা ১২টা পর্যন্ত। তবে আজকের মধ্যে দাবি আদায় না হলে আগামীকাল (৪ ডিসেম্বর) থেকে কমপ্লিট শাটডাউন পালনের ঘোষণা দিয়েছে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। 

এদিকে, সরকারি হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতি পালন করায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা। এতে রোগীরা প্রয়োজনীয় সেবা না পেয়ে চরম দুর্ভোগে পড়েছেন। 

চট্টগ্রামে অন্য স্থানের মতো সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও পালন করা হচ্ছে কর্মবিরতি। 

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) মো. ইউনুচ খান বলেন, আমরা বেশ কয়েক যুগ ধরে বৈষম্যের শিকার, সম যোগ্যতার অন্য ডিপ্লোমাধারীদের দশম গ্রেড অনেক আগে বাস্তবায়ন করা হয়েছে, কিন্তু আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে।  আমাদের ফাইল বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে। কিন্তু সেখানে কালক্ষেপণ করা হচ্ছে।

তিনি বলেন, যতদিন প্রজ্ঞাপন দেওয়া হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে। আজকের আন্দোলন সকাল ৮ টা ১২ পর্যন্ত। আজকের মধ্য কোন দাবি মেনে না হলে কাল থেকে পূর্ণ দিবস কর্মবিরতি চলবে। 

Comments

0 total

Be the first to comment.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি BanglaTribune | চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে...

Sep 14, 2025

More from this User

View all posts by admin