চট্টগ্রাম বন্দরে বর্ধিত ট্যারিফ কার্যকর ১৫ অক্টোবর থেকে

চট্টগ্রাম বন্দরে বর্ধিত ট্যারিফ কার্যকর ১৫ অক্টোবর থেকে

গেজেট অনুযায়ী, চট্টগ্রাম বন্দরে বর্ধিত ট্যারিফ কার্যকরের তারিখ ছিল ১৫ সেপ্টেম্বর। তবে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে নৌ উপদেষ্টা এটি এক মাস পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর থেকে এই ট্যারিফ কার্যকর হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আবদুস শাকুর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এই আদেশ জারি করা হয়েছে।

আগামী ১৪ অক্টোবর রাত ১২টার পর বন্দরে আসা সব জাহাজের ভেসেল, কনটেইনার ও কার্গো বিল নতুন ট্যারিফ অনুযায়ী আদায় করা হবে। সিঅ্যান্ডএফ এজেন্টসহ অংশীজনেদরও নতুন হারে মাশুল পরিশোধ করতে হবে।

নতুন ট্যারিফ কার্যকর প্রক্রিয়ায় বিল প্রস্তুতে বিঘ্ন না ঘটে, সে জন্য সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, আইন মন্ত্রণালয় থেকে জারি করা গেজেট অনুযায়ী নতুন ট্যারিফ কার্যকরে বাধ্যবাধকতা রয়েছে। প্রয়োগের সুবিধার্থে বোর্ড সিদ্ধান্ত নিয়ে কার্যকর হওয়ার তারিখ ১৫ অক্টোবর নির্ধারণ করেছে। নির্দিষ্ট সময় থেকে নতুন ট্যারিফ বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি চলছে।

/এমএন

Comments

0 total

Be the first to comment.

কাঁচা মরিচের দাম ছাড়িয়েছে ৩শ’, শতকের কাছাকাছি বেশিরভাগ সবজি, মাছের বাজারও চড়া JamunaTV | অর্থনীতি

কাঁচা মরিচের দাম ছাড়িয়েছে ৩শ’, শতকের কাছাকাছি বেশিরভাগ সবজি, মাছের বাজারও চড়া

পূঁজা উপলক্ষ্যে টানা ছুটিতে ঢাকা ছেড়েছেন অনেকে। এর সাথে শুক্রবার (৩ অক্টোবর) সকাল থেকে বৃষ্টি। এই দু...

Oct 03, 2025

More from this User

View all posts by admin