চাঁপাইনবাবগঞ্জে একজনকে চোখ উপড়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জে একজনকে চোখ উপড়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে এবং চোখ তুলে একজনকে হত্যা করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর মাঠের একটি পুকুরের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত তোজাম্মেল হক (৬৫) ওই ইউনিয়নের পারদিলালপুর গ্রামের মৃত জোনাব আলীর ছেলে। তিনি গ্রামের মাঠের একটি পুকুর পাহারা দিতেন। পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতের কোনও একসময় পুকুর পাহারা দেওয়ার সময়ে তোজ্জামেল হককে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার তদন্ত চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে পুকুরের পাশে একটি ঘরে অবস্থান করছিলেন তোজাম্মেল হক। পরদিন সকালে স্থানীয় লোকজন পুকুর পাড়ে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ‌‘হত্যাকাণ্ডের কারণ এখনও পরিষ্কার নয়। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্বশত্রুতা কিংবা চুরি সংক্রান্ত ঘটনার জেরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Comments

0 total

Be the first to comment.

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ BanglaTribune | রাজশাহী বিভাগ

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ...

Sep 16, 2025

More from this User

View all posts by admin