বাউলদের সমাবেশের ব্যানার ছেঁড়ার অভিযোগে যুবক আটক

বাউলদের সমাবেশের ব্যানার ছেঁড়ার অভিযোগে যুবক আটক

নারায়ণগঞ্জে বাউলদের ওপর হামলার বিচারের দাবিতে আয়োজিত কর্মসূচির ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (৩০ নভেম্বর) বিকাল ৩টার দিকে চাষাড়ায় শহীদ মিনারে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃত মো. সানি ইসলাম (২২) উত্তর চাষাঢ়া এলাকার সাইদুল ইসলামের ছেলে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘বাউলদের কর্মসূচির ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা ‘বাউল শিল্পী ও ওলি-আউলিয়ার ভক্ত-আশেকানদের উদ্যোগে’ মাজারে এবং বাউলদের ওপর হামলার প্রতিবাদে বিকাল সোয়া ৪টায় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করা হয়। দুপুর থেকে শহীদ মিনার এলাকা ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়। বিকাল সাড়ে ৩টার দিকে এক যুবক শহীদ মিনারে উঠে ব্যানার ছিঁড়ে ফেলেন। তাৎক্ষণিক পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তী সময়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছেন আয়োজকরা। 

সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ, সাধারণ সম্পাদক দিনা তাজরিন, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল, বাউল শিল্পী ইউনূস ভান্ডারী, চান মিয়া ও ফকির শাহ জালাল প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সমাবেশ শুরু করার আগে এক যুবক ব্যানার ছিঁড়ে ফেলেন। পরে তাকে পুলিশ আটক করে নিয়ে যায়। পরবর্তী সময়ে শান্তিপূর্ণভাবে আমরা সমাবেশ সম্পন্ন করেছি।’ 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin