চা বাগানের ভেতরে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা

চা বাগানের ভেতরে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সড়ক আটকে ডাকাতির উদ্দেশ্যে গাছ কাটার সময় পুলিশ ও বিজিবির ধাওয়া খেয়ে পালিয়েছে ডাকাতদল।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুরমা চা বাগান গেট এলাকায় পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যা বলেন, “ডাকাতির উদ্দেশ্যে রাস্তা আটকানোর জন্য ডাকাতদল গাছ কাটছিল। ঘটনা টের পেয়ে থানার টহল দল এগিয়ে গেলে তারা দৌড়ে চা বাগানের ভেতরে পালিয়ে যায়। কিছুক্ষণ পর তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান। ”

তিনি আরও বলেন, “কাটা গাছগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়েছে। কতজন ডাকাত ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের ধরতে চা বাগান এলাকায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযান চলছে। ”

আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin