ব্যাংককের সড়কে ধস, যেন প্রলয়ঙ্করী সিনেমার দৃশ্য

ব্যাংককের সড়কে ধস, যেন প্রলয়ঙ্করী সিনেমার দৃশ্য

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক ভয়াবহ সড়ক ধসের ঘটনা ঘটেছে। বুধবার সকালে দুসিত জেলার সামসেন রোডে ভূগর্ভস্থ মেট্রোরেলের নির্মাণকাজ চলার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলটি ভাজিরা হাসপাতালের সামনেই হওয়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, হঠাৎ করেই সড়কের বড় একটি অংশ ধসে মাটির নিচে চলে যায় এবং সেখানে বিশাল গর্ত তৈরি হয়। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে নেটিজেনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। অনেকে মন্তব্য করেছেন, দৃশ্যটি যেন কোনও প্রলয়ঙ্করী সিনেমার দৃশ্যের মতো।

ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে বহির্বিভাগের সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। প্রায় সাড়ে তিন হাজার রোগীকে তাদের নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট পিছিয়ে দিতে হয়েছে।

ব্যাংকক গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ত স্থানীয় সংবাদমাধ্যম নেশন থাইল্যান্ড-কে বলেন, আন্ডারগ্রাউন্ড স্টেশনের ছাদ ক্ষতিগ্রস্ত হওয়ার পর ওপরে থাকা মাটি টানেলে প্রবাহিত হয়। এতে পার্শ্ববর্তী ভবনগুলোও হেলে যায়। তিনি জানান, সড়কের এক পাশ তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও ধসে যাওয়া অংশে নরম মাটি ও পর্যাপ্ত সাপোর্টিং স্ট্রাকচার না থাকায় বিপর্যয় ঘটে।

ইন্টারনেটে ভিডিওটি নিয়ে নানারকম প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ লিখেছেন, এত কাছে দাঁড়িয়ে ছবি তুলতে যাওয়া বিপজ্জনক। আরেকজনের মন্তব্য, এটা দেখাটা সত্যিই ভয়ের। অনেকে আবার কৌতুক করে লিখেছেন, এক রাতেই ব্যাংককের রাস্তা ভেঙে পড়লো!

এই দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ বলেছে, ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় এড়াতে নির্মাণকাজ ও মাটির গুণগত মান নতুনভাবে পরীক্ষা করা হবে।

 

সূত্র: টাইমস নাউ নিউজ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin