বুলবুল-ফাহিমরাই বোর্ডে, অপেক্ষা সভাপতি ও দুই সহ-সভাপতি নির্বাচনের

বুলবুল-ফাহিমরাই বোর্ডে, অপেক্ষা সভাপতি ও দুই সহ-সভাপতি নির্বাচনের

যেমন গুঞ্জন ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে হলোও তাই। বাতাসে যাদের নাম ভাসছিল, তারাই শেষ পর্যন্ত নির্বাচিত হলেন। প্রকাশিত ফলাফলে ৩টি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া এনএসসি কোটায় ২ জন নির্বাচিত হয়েছেন।

সন্ধ্যা ৬টায় প্রকাশিত ফলাফল অনুযায়ী, ঢাকা থেকে পরিচালক হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিম। খুলনা থেকে হয়েছেন জুলফিকার আলী খান ও আব্দুর রাজ্জাক। এছাড়া রংপুর থেকে মো. হাসানুজ্জামান, সিলেট থেকে রাহাত শামস, রাজশাহী থেকে মোহাম্মদ মুখলেসুর রহমান, বরিশাল থেকে এম শাখাওয়াত হোসেন, চট্টগ্রাম থেকে আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরী।

এছাড়া ক্যাটাগরি -২ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন ইশতিয়াক সাদেক, শাহনিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, ফায়জুর রহমান মিতু, মঞ্জুরুল আলম, আদনান দিপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, এম নাজমুল ইসলাম।

আর ক্যাটাগরি-৩ থেকে বোর্ড পরিচালক হয়ে বিসিবিতে যাচ্ছেন খালেদ মাসুদ পাইলট।

এছাড়া এনএসসি কোটায় নির্বাচিত হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

২৫ জন নির্বাচিত পরিচালকের মধ্যে থেকেই ভোটাভুটির মধ্য দিয়ে নির্বাচিত হবেন বোর্ড সভাপতি ও দুই জন সহ-সভাপতি।

এরআগে, সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ভোট অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রিকেটারদের পদচারণায় মুখর ছিল ভোটকেন্দ্র।

/এমএমএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin