২০২৪-২৫ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ইংল্যান্ডের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন জুড বেলিংহ্যাম। দেশের বাইরের কোনো ক্লাবে খেলা দ্বিতীয় ফুটবলার হিসেবে পুরস্কারটি জিতলেন তিনি। এর আগে, ২০০৬ সালে প্রথম এই কীর্তি গড়েছিলেন বায়ার্ন মিউনিখের ওয়েন হারগ্রিভস।
বুধবার (১ অক্টোবর) ফুটবল সমর্থকদের ভোটে রিয়াল মাদ্রিদ তারকার ২০২৪-২৫ মৌসুমের সেরা হওয়ার কথা জানিয়েছে ইংল্যান্ড ফুটবল। আর্সেনালের মিডফিল্ডার ডেক্লান রাইস দ্বিতীয় ও বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন আছেন তালিকার তৃতীয় স্থানে।
গত জুলাইয়ে কাঁধের অস্ত্রোপচার হয় বেলিংহ্যামের। পুনর্বাসন সেরে সম্প্রতি ক্লাবের হয়ে মাঠে ফিরেছেন তিনি। অন্তর্বর্তী কোচ লি কার্সলির হাত ধরে এই সময়ে উয়েফা নেশন্স লিগে দ্বিতীয় সারি থেকে শীর্ষ লিগে ফিরে আসে ইংল্যান্ড এবং এরপর টমাস টুখেলের কোচিংয়ে বিশ্বকাপ বাছাইয়ে শুভসূচনা করে তারা। এখন পর্যন্ত বাছাইয়ে পাঁচ ম্যাচের সবগুলোয় জিতেছে দলটি।
Your England Men's Player of the Year connected by @EE for 2024-25: @BellinghamJude! 👏 pic.twitter.com/VsQUxwKd7a
উল্লেখ্য, গত বছর ইংল্যান্ডের মৌসুম সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন কোল পালমার। তার আগে দুইবার জিতেছিলেন বুকায়ো সাকা।
/এমএইচআর