‘বৈষম্যহীন দেশ গড়তে নির্বাচনে সনাতনীদের পাশে চায় বিএনপি’

‘বৈষম্যহীন দেশ গড়তে নির্বাচনে সনাতনীদের পাশে চায় বিএনপি’

চট্টগ্রাম: বৈষম্যহীন দেশ গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সনাতনীদের পাশে চায় বলে মন্তব্য করেছেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক নিলোফার চৌধুরী মনি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে নগরের দেওয়ানজী পুকুরপাড়ে চট্টগ্রাম জেলা সৎসঙ্গ কেন্দ্রে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব উৎসব উপলক্ষে আয়োজিত মার্তৃসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জগন্নাথ হলের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে চট্টগ্রামের সনাতনী সম্প্রদায়ের উদ্দেশে তিনি আহ্বান জানান, তারা যেন আগামীতে ধানের শীষে ভোট দেন, যাতে দেশনেত্রী খালেদা জিয়ার হাত আরও শক্তিশালী হয়।

মনি বলেন, বাংলাদেশের গতি-প্রকৃতি অনিশ্চিত।

ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে তিনি বলেন, যুগে যুগে আধ্যাত্মিক মানুষ জন্ম নেন, যারা পুরো মানবকুলকে শিক্ষা দেন। তাদের মতোই একজন মহান পুরুষ ঠাকুর অনুকূলচন্দ্র, যিনি নারীদের কল্যাণে কাজ করেছেন এবং সৎসঙ্গ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজকে শিক্ষা দিয়েছেন। অনুকূল ঠাকুর সৎসঙ্গের চারটি অভিব্যক্তি ছিল—শিক্ষা, শিল্প, কৃষি ও সুবিবাহ। ধর্ম-বর্ণভেদে বিভক্ত হয়ে নয়, সত্যিকারের একজন মানুষ হিসেবে নারীর মর্যাদা বুঝতে হবে। একজন নারী সম্মান পেলে জাতিও সম্মান পায়।

নারী নেতৃত্বের প্রসঙ্গে নিলুফার চৌধুরী মনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, খালেদা জিয়া বিধবা ভাতা, বয়স্ক ভাতা চালু করেছিলেন এবং নারী ও শিশু মন্ত্রণালয়কে উন্নয়ন করেছিলেন। এজন্য দেশনেত্রীকে সম্মান জানাই। একই সঙ্গে তিনি জিয়াউর রহমানের অবদানও স্মরণ করেন।

স্থানীয় সমাজে উৎসবের প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, এ উৎসব মানুষকে শিখিয়েছে ভিন্ন ধর্ম-বর্ণে বিভক্ত না হয়ে ‘মানুষ’ পরিচয়ে দাঁড়াতে। এখানে যেমন হিন্দু ভক্ত এসেছেন, তেমনি ভিন্ন ধর্মের মানুষও আমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন। এটাই আমাদের প্রকৃত শক্তি।

মাতৃসম্মেলনের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মনিষা চক্রবর্তী। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সহ-মহিলাবিষয়ক সম্পাদিকা ইতু দাশগুপ্তা। স্বাগত বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক সুমন ঘোষ বাদশা। অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সুবর্ণা বিশ্বাস। প্রধান আলোচক ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অনিন্দিতা চক্রবর্তী। অতিথি আলোচক হিসেবে বক্তব্য দেন চিকিৎসক সোমা চৌধুরী ও পাপিয়া চক্রবর্তী। সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা সৎসঙ্গের মহিলা বিষয়ক সম্পাদিকা ঝিনু প্রভা দাশ । সঞ্চালনায় ছিলেন নয়নমনি দাশ।

পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin