বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচন থেকে দূরে রাখার আহ্বান বিএনপির

বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচন থেকে দূরে রাখার আহ্বান বিএনপির

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো ‘বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ কর্মকর্তা’ যাতে অংশ নিতে না পারেন, সে বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে শেরেবাংলা নগরের নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি নির্বাচন কমিশনে ৩৬ দফা লিখিত প্রস্তাবনা দিয়েছে। এসব প্রস্তাবনায় দলীয় প্রতিষ্ঠান হিসেবে সর্বমহলে চিহ্নিত কোনো প্রতিষ্ঠানের কাউকে নির্বাচনের দায়িত্বে না রাখার দাবি জানানো হয়েছে। যার মধ্যে ইসলামী ব্যাংক ও ইবনে সিনার মতো প্রতিষ্ঠানও রয়েছে।

প্রস্তাবনায় বলা হয়েছে, নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে ভোটগ্রহণ কর্মকর্তা বা পোলিং পারসোনেল তথা প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে দলীয় প্রতিষ্ঠান হিসেবে সর্বমহলের নিকট চিহ্নিত এমন প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীদের নিয়োগ দেওয়া যাবে না। যেমন-ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল, ইবনে সিনা ইত্যাদি। উল্লেখযোগ্য যে, এরই মধ্যে ইসলামী ব্যাংক সারাদেশে প্রায় ৫ হাজার কর্মকর্তা ও কর্মচারীর নিয়োগ বাতিল করেছে এবং এসব শূন্যপদে তড়িঘড়ি করে দলীয় লোক নিয়োগের ব্যবস্থা নেওয়া হয়েছে-মর্মে জনশ্রুতি রয়েছে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সিইসির কাছে এসব প্রস্তাবনা তুলে ধরেন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ড. মঈন খান বলেন, আগামী নির্বাচনে কোনোভাবেই যাতে বিতর্কিত কর্মকর্তারা জড়িত না থাকেন, নির্বাচন কমিশনকে সে বিষয়টি নিশ্চিত করার কথা জানানো হয়েছে। নির্বাচন কমিশনের উচিত এমন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা, যেটি বিশ্বে উদাহরণ সৃষ্টি করবে। তারা যেন দেখাতে পারে যে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগোচ্ছে। সেই গুরুদায়িত্ব তাদের কাঁধে, তাই আমরা এসেছি।  

এসবিডব্লিউ/এসআইএস

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin