বিশ্বমঞ্চে যাচ্ছে ‘দেশলাই’

বিশ্বমঞ্চে যাচ্ছে ‘দেশলাই’

বাংলাদেশ ও ভারতের তরুণসমাজ এবং ইন্টারনেট সংস্কৃতির সমসাময়িক বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমা ‘দেশলাই’। দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব তাসভির ফিল্ম ফেস্টিভ্যালে বিশ্বপ্রিমিয়ার হতে যাচ্ছে ছবিটির। যুক্তরাষ্ট্রের সিয়াটলে আয়োজিত এ উৎসবে ১২ অক্টোবর সমাপনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে ‘দেশলাই’।

সিনেমাটির কাহিনী গড়ে উঠেছে জুয়েল নামের এক তরুণ টিকটকারকে ঘিরে। হিরো হওয়ার স্বপ্নে বিভোর জুয়েলের ১৫ হাজার অনুসারী রয়েছে। জুয়েল ও তার ভাই জীবন দুজনেই দৈনিক মজুরির কাজ করে। তারা কাতারে গিয়ে একটি ইনফ্লুয়েন্সার কোম্পানিতে যোগ দেওয়ার পরিকল্পনা করে।

হঠাৎ জুয়েলের ভাই জীবন মাদক পাচারের সঙ্গে জড়িয়ে ধরা পড়ে। অর্থাভাবে জুয়েল সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। সেখানে শুরু হয় তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি।

ছবিটি নির্মাণ করেছেন ভারতের কৌশিক মুখার্জি। তিনি জানান, প্রথমে সিনেমাটির নাম ছিল ‘জুয়েল’। পরে সেটি পরিবর্তন করে রাখা হয় ‘দেশলাই’।

ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিজু শাহরিয়ার, প্রিয়ম অর্চি, কাজী নওশাবা আহমেদ, সায়ন ঘোষ, অমিত রুদ্র, রাহি আব্দুল্লাহ প্রমুখ।

উৎসবে দেশলাই দলের পক্ষ থেকে উপস্থিত থাকবেন অভিনেত্রী প্রিয়ম অর্চি। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকি, ওড জয়েন্ট, যুক্তরাষ্ট্রের লুমিনারি পিকচার্স, ড্রিমস অন সেল ও প্ল্যাটুন ফিল্মস।

/এটিএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin