বিমানবন্দরে আগুন পূর্বপরিকল্পিত বলে জনগণ বিশ্বাস করে: মির্জা ফখরুল

বিমানবন্দরে আগুন পূর্বপরিকল্পিত বলে জনগণ বিশ্বাস করে: মির্জা ফখরুল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে শনিবার (১৮ অক্টোবর) দুপুরে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই সঙ্গে তিনি এই ঘটনাকে ‘পূর্বপরিকল্পিত’ বলে জনগণের বিশ্বাসের কথা তুলে ধরে সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নকে চ্যালেঞ্জের মুখে ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতেই ফ্যাসিস্টদের দোসররা জোরালোভাবে নানা ধরণের সহিংস কর্মকাণ্ড শুরু করেছে।

দেশে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, সম্প্রতি দেশে কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা এবং আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগার ঘটনাও একই সূত্রে গাঁথা। এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্বপরিকল্পিত বলে জনগণ বিশ্বাস করে।

দেশের জনগণকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশীয় ও আন্তর্জাতিক শত্রুরা এখনও সদা তৎপর রয়েছে। গত ৫ আগস্ট ২০২৪ সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারমুক্ত হলেও, সেই সাফল্য ও সম্ভাবনাকে নস্যাৎ করে দিতে স্বৈরাচারের অংশীদাররা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের পক্ষের শক্তি যদি সতর্ক থাকে, তবে বাংলাদেশকে আর নৈরাজ্যের গভীর অন্ধকারে নিক্ষেপ করা যাবে না। ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে গত ১৬ বছরের অনাচার-অবিচার থেকে জনগণকে বিস্মৃত করা সম্ভব নয়।

বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগার ঘটনায় সুষ্ঠু তদন্তের পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থার আধুনিকায়ন ও যথাযথ রক্ষণাবেক্ষণের আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

ইএসএস/এমজে

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin