বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা চেয়েছে: আইন উপদেষ্টা

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা চেয়েছে: আইন উপদেষ্টা

ঢাকা: বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি বলে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বুধবার ( ২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা এ কথা জানান।

আসিফ নজরুল বলেন, আমি বিএনপির সঙ্গে আলোচনায় যেটা বুঝেছি তারা তত্ত্বাবধায়ক সরকার চায়নি। তারা চেয়েছেন অন্তর্বর্তী সরকার যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে, নিরপেক্ষ ভূমিকা পালন করে। আমরা তাদের বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকাই পালন করছি। নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা নিশ্চয়তও দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গা, বড় বড় বদলির ব্যাপারটা তিনি নিজে দেখবেন। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায় এটা বলেনি, বলেছে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করতে হবে। আমাদের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে, এটা নিশ্চিত করা।

নির্বাচনকালীন সরকার ছোট হবে কিনা এ ধরনের এক প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা বলেন, না না এ ধরনের কোনো কিছু আলোচনা হয়নি, এটা উপদেষ্টা পরিষদের আলোচনার বিষয়। নির্বাচনকালীন সরকার ছোট হবে নাকি এ ধরনের কোনো দাবিও কোনো মহল থেকে উত্থাপিত হয়নি।

অপর প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধান উপদেষ্টা জনপ্রশাসনের দায়িত্বে আছেনই। তিনি জনপ্রশাসনের দায়িত্ব আরও ক্লোজলি মনিটর করবেন। বদলি দলীয়ভাবে হয় কিনা এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, না, আমরা মনে করি না দলীয়ভাবে হয়। শোনেন আমাদের বিরুদ্ধে সব দলই অভিযোগ করে যে একদল বলে ওই দলের লোক আছে, আরেক দল বলে ওই দলের লোক আছে, আরেক দল বলে ওই দলের লোক আছে। যেহেতু সব দলই অভিযোগ করে অন্য দলের লোক আছে তার মানে হচ্ছে যে আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি।

এসকে/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin