বেনাপোল কাস্টমস হাউসে ঘুসের টাকাসহ রাজস্ব কর্মকর্তা ও এনজিও কর্মী গ্রেপ্তার

বেনাপোল কাস্টমস হাউসে ঘুসের টাকাসহ রাজস্ব কর্মকর্তা ও এনজিও কর্মী গ্রেপ্তার

যশোর: বেনাপোল কাস্টমস হাউসে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অভিযানে ঘুসের টাকাসহ একজন রাজস্ব কর্মকর্তা ও একজন এনজিও কর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।  

সোমবার (০৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ অভিযান পরিচালনা করে দুদক যশোর জেলা সমন্বিত কার্যালয়ের একটি বিশেষ টিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই দুদকের দল বেনাপোল কাস্টমস হাউসে প্রবেশ করে রাজস্ব, মূল্যায়ন ও প্রশাসনিক শাখাসহ বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়।

অভিযান চলাকালে ঘুস লেনদেনের নগদ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার এবং তার সহযোগী স্থানীয় একটি এনজিওর সদস্য হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

দুদক যশোর জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক সালাউদ্দীন আহমেদ বলেন, ‘গোপন সূত্রে তথ্য পাওয়া যায় যে, কাস্টমস হাউসে ঘুস বাণিজ্য চলছে এবং বিপুল অংকের টাকা লেনদেন হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতেই আমরা অভিযান চালাই।  

ঘটনাস্থল থেকেই ঘুসের টাকা উদ্ধার করে দুইজনকে আটক করা হয়েছে। ’

তিনি আরো জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া, কাস্টমসের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পৃক্ততা খতিয়ে দেখতে অভিযান অব্যাহত রয়েছে।

এসএইচ  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin