তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ২৯৪ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। মঙ্গলবার (১৪ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানরা।
দুই ওপেনার গুরবাজ ও জাদরান মিলে দারুণ শুরু এনে দেন আফগানদের। ৯৯ রানের মাথায় গুরবাজকে ফিরিয়ে স্পিনার তানভির ভাঙেন সেই ওপেনিং জুটি।
তিনে নেমে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি সেদিকুল্লাহ অটল। ২৯ রান করছেন তিনি। ১৭৩ রানে অটল আউট হওয়ার পর ধস নামে আফগানদের ইনিংসে। সাইফ হাসানের দুর্দান্ত স্পেলে দুইশর আগেই ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশ।
তবে শেষদিকে আবারো ঝড় তোলেন নবি। একাই ইনিংসের মোড় ঘুরিয়ে দেন। শেষ দুই ওভারে তুলেন ৪৪ রান। নিজের ফিফটি করেন মাত্র ৩৫ বলে। তাতে বড় সংগ্রহ পায় তার দল।
আফগানিস্তানের ইনিংসে ৪ ওভারে ৬ রানের খরচায় ৩ উইকেট নেন সাইফ হাসান। দুটি করে উইকেট পান হাসান মাহমুদ ও তানভীর ইসলাম। সর্বোচ্চ ৬৭ রানের খরচায় ১ উইকেট পান টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
/এমএইচ