বাংলাদেশ ব্যাংক সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটিতে আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের লিগ্যাল অ্যাফেয়ার্স সেল-১ এ একজন ‘লিগ্যাল রিটেইনার’ নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: লিগ্যাল রিটেইনারপদসংখ্যা: ০১
বেতন-ভাতা: ৮০,০০০ টাকাচাকরির ধরণ: খণ্ডকালীন (পার্ট-টাইম)। প্রাথমিকভাবে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। প্রয়োজনে উভয় পক্ষের আলোচনা ও সম্মতিক্রমে নবায়নযোগ্য।
যোগ্যতা: যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক/স্নাতকোত্তর। সুপ্রিম কোর্টে মামলা পরিচালনায় কমপক্ষে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক ও আর্থিক প্রতিজ্ঞানের বিধিবিধান এবং ব্যাংকিং সংশ্লিষ্ট মামলা পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যলয়, ঢাকা (সরাসরি বা ডাকযোগে)।ইমেইলও আবেদনপত্র পাঠানো যাবে। ইমেইল ঠিকানা— [email protected]
আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।