আভাসের নতুন গান ‘সত্তা’

আভাসের নতুন গান ‘সত্তা’

নতুন গান নিয়ে এলো দেশের জনপ্রিয় রক ব্যান্ড আভাস। যার শিরোনাম ‘সত্তা’। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজেদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটি প্রকাশ করা হয়েছে।

‘মানুষ-১’, ‘আভাস’, ‘বাস্তব’ ‘অনাথ’ ও ক্যামেরা’ মৌলিক গানগুলো প্রকাশের পর ব্যান্ড দলটির ষষ্ঠ মৌলিক গান এটি। গানটির প্রকাশ উপলক্ষ্যে সন্ধ্যায় রাজধানীতে একটি অনুষ্ঠানের আয়োজনও করা হয়।

তানযীর তুহীন ‘সত্তা’ গানের কথা লিখেছেন। সুর করেছেন তানযীর তুহীন ও রাজু শেখ। মিউজিক ও কম্পোজিশন করেছে ব্যান্ড আভাস।

গানটির অডিও মিক্স এবং মাস্টারিং করেছেন রাশেদ শরীফ শোয়েব। ‘সত্তা’ মিউজিক্যাল ফিল্মটি ডিরেকশন দিয়েছেন মুন্তাকিম আল মাহিন ও প্রডিউস করেছেন সোহাগ চৌধুরী।

আভাসের নিজেদের ফেসবুক, ইউটিউব চ্যানেল ছাড়াও ‘সত্তা’ গানটির অডিও সংস্করণ স্পটিফাইসহ বিভিন্ন আন্তর্জাতিক ওটিটি মিউজিক প্ল্যাটফর্ম অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক, গুগল প্লে, আই টিউন স্টোর, গানা, সাভান, ডিজার, জিপি মিউজিক, বাংলা লিংক ভাইব, রবি স্প্ল্যাশে শোনা যাবে।

আভাস ব্যান্ডের বর্তমান সদস্য: তানযীর তুহীন (ভোকাল), রাজু শেখ (বেজ), হিমেল সারিয়ার (গিটার), আরাফাত শাওন (কিবোর্ড) ও রাশেদ জনি (ড্রামস)।

/এমএন

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin