আশুলিয়ায় পিকআপে থাকা মালামালে আগুন

আশুলিয়ায় পিকআপে থাকা মালামালে আগুন

ঢাকার সাভারের আশুলিয়ায় দাঁড় করিয়ে রাখা একটি পিকআপ ভ্যানে থাকা মালামালে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে বগাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও বাসের চালক জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বড়াবাড়ী এলাকায় সড়কের পাশে নানা ধরনের সবজি ও মশলা ভর্তি পিকআপ ভ্যান দাঁড় করিয়ে রেখে বাসায় চলে যান চালক। ভোরে পিকআপে ভ্যানে থাকা সবজি ও মশলার ওপর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই আশপাশের লোকজন আগুন দেখতে পেয়ে দ্রুতই পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। আগুনে পিকআপ ভ্যানে থাকা কিছু রসুন ও পেঁয়াজ পুড়ে গেছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, ভোর সাড়ে ৪টার দিকে খবর পাই। এরপর দ্রুতই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই আশপাশের লোকজন অল্প সময়ের মধ্যেই আগুন নিভিয়ে ফেলেন। আগুন লাগার কারণ জানা যায়নি।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin