ভারতের আসামের উত্তরাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কেঁপেছে বাংলাদেশসহ আশপাশের কয়েকটি দেশ।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিটে আসামের রাজধানী গৌহাটির ৮৩ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল সমতলের ৩৫ কিলোমিটার গভীরে।