আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ‘নগদে’ পরামর্শক নিয়োগ নয়

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ‘নগদে’ পরামর্শক নিয়োগ নয়

প্রশাসক নিয়োগ প্রশ্নে আপিলের নিষ্পত্তি হওয়ার আগে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদে কৌশলগত অংশীদার খুঁজতে বিজ্ঞাপন দিয়ে প্রক্রিয়া সম্পন্নের জন্য পরামর্শক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দিয়েছেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। আর নগদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফায়েত আলমের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার নওশাদ জমির, কায়সার কামাল, অ্যাডভোকেট জিয়াউর রহমান এবং অ্যাডভোকেট মো. জামিলুর রহমান।

আগামী ২৬ অক্টোবর প্রশাসক নিয়োগের বৈধতার শুনানির জন্য নির্ধারিত দিন রয়েছে।  

আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, প্রশাসক নিয়োগ নিয়ে আপিল বিচারাধীন থাকা অবস্থায় ‘বিডা’র মাধ্যমে বাংলাদেশ ব্যাংক নগদের জন্য নতুন বিনিয়োগকারী নিয়োগের উদ্দেশ্যে একজন পরামর্শক সিলেকশনের উদ্যোগ নেয়। ৩১ আগস্ট জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। সে পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালতে পরামর্শক নিয়োগে স্থগিতাদেশ চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে প্রশাসক নিয়োগ নিয়ে আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরামর্শক নিয়োগের ওপর সিদ্ধান্ত নেওয়া যাবে না বলে আদেশ দেন আদালত।

এর আগে, গত ৩১ আগস্ট নগদের জন্য কৌশলগত অংশীদার খুঁজতে সংবাদপত্রে বিজ্ঞাপন দেয় বিডা। এ প্রক্রিয়া সম্পন্নের জন্য একটি আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের উদ্যোগও নেয় তারা। ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিডা কার্যালয়ে এ সংক্রান্ত আবেদন জমা দিতে বলা হয়। বিষয়টি চ্যালেঞ্জ করে নগদের সিইও মো. সাফায়েত আলম চেম্বার আদালতের দ্বারস্থ হন।

এনডি/

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ  Banglanews24 | আইন ও আদালত

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ 

জুলাই আনদোলনের মামলায় চট্টগ্রাম মহানগর পুলিশের  সাবেক কমিশনার মোঃ সাইফুল ইসলামকে ৩০ অক্টোবর হাজিরের...

Oct 15, 2025

More from this User

View all posts by admin