আখাউড়ায় বিদ্যালয়ের সৌন্দর্যবর্ধন করলো বসুন্ধরা শুভসংঘ

আখাউড়ায় বিদ্যালয়ের সৌন্দর্যবর্ধন করলো বসুন্ধরা শুভসংঘ

ব্রাহ্মণবাড়িয়া: হেমন্তেও গ্রীষ্মের খরতাপ। বিদ্যালয়ের প্রাত্যহিক শরীর চর্চা সংক্ষিপ্ত করা হলো।

মুহূর্তেই তারা আবার রোদে। এখন প্রখর রোদের তাপ যেন তুচ্ছ। ঘেমে একাকার হয়েও গাছ লাগানোয় ব্যস্ত শিক্ষার্থীরা। শিক্ষকদের ‘না’ তে যেন থোরাই কেয়ার। তাদের আবদার, ‘আমরাও গাছ লাগাবো। আমরাও কাজ করবো। ’ কেউ গাছ নিয়ে এলো। কেউ টবে মাটি দিলো। আবার কেউ বা মাটি কেটে টবে রাখলো। এরপর গাছ লাগানো।

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ লাগানো হয়েছে। বিদ্যালয়ের শোভাবর্ধনে এ উদ্যোগ নেওয়া হয়েছে।   বসুন্ধরা শুভসংঘের প্রস্তাবিত আখাউড়া শাখার উদ্যোগে এ আয়োজনে অন্তত ২০টি ফুল ও ফলের চারা বিদ্যালয়ের আঙিনা আর টবে লাগানো হয়। এ আয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরাও অংশ নেন।  

কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু এ আয়োজনের সম্বনয় করেন।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, তারা খুব খুশি। বসুন্ধরা শুভসংঘের জন্য তাদের বিদ্যালয়ের সৌন্দর্য বেড়েছে।  

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তার বলেন, ‘বিদ্যালয়ের সৌন্দর্য বাড়াতে ফুল, ফলের বাগান করার কোনো বিকল্প নেই। বসুন্ধরা শুভসংঘ আমাদের বিদ্যালয়ে বাগান করতে সহযোগিতা করেছে। এ উদ্যোগটি অবশ্যই প্রশংসনীয়। বসুন্ধরা শুভসংঘের প্রতি দোয়া ও ভালোবাসা রইলো। ’

এসআই

Comments

0 total

Be the first to comment.

খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ

শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে খুলনা জেলা ব...

Sep 30, 2025
বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন

‘শুভ কাজে, সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ...

Sep 14, 2025
নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা

বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলা শাখার উদ্যোগে নিউ গভ. ডিগ্রি কলেজের মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের নিয়ে আ...

Sep 17, 2025

More from this User

View all posts by admin