রাজধানীর আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
শনিবার (১৫ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে সেখানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক। তিনি বলেন, ‘মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আসামিদের আটক করতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।’
আরও পড়ুন- রাজধানীর মিরপুর, পল্লবী ও মৌচাকে ককটেল বিস্ফোরণ