আগামী ১২ ফেব্রুয়ারি ফয়সালা হয়ে যাবে, কে রাষ্ট্র ক্ষমতায় আসবে: জয়নুল আবদিন ফারুক

আগামী ১২ ফেব্রুয়ারি ফয়সালা হয়ে যাবে, কে রাষ্ট্র ক্ষমতায় আসবে: জয়নুল আবদিন ফারুক

নোয়াখালী: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক জামায়াতের ইসলামীকে ইঙ্গিত করে বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ফয়সালা হয়ে যাবে, কে রাষ্ট্র ক্ষমতায় আসবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের অধীনে সুষ্ঠু ভোট হবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের তাহিরপুর তামীরুল উম্মাত ইসলামিয়া আলিম মাদরাসায় সরকারিভাবে আলিম পাঠদানের অনুমতি ও প্রথম বর্ষের উদ্বোধন এবং ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি এসময় আরও বলেন, গত ১৬ বছর জামায়াত নেতাদের ফাঁসি দিয়ে মেরেছে এবং বিএনপির হাজার হাজার লাখ লাখ নেতাকর্মীকে, ছাত্রদের হত্যা করেছে, আয়নাঘরে নিয়ে নির্যাতন করেছে, সব সমানে সমান। তাই আমাদের মধ্যে মতাদর্শ ভিন্ন থাকলেও ২০০১ সালের মতো আমরা বন্ধু-বন্ধু মিলে ভোট করবো। জনরায় যা হবে তা আমরা মেনে নিয়ে এলাকায় ঐক্যবদ্ধ থেকে উন্নয়ন করবো।

মাদরাসার সভাপতি আতাউর রহমান সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ-আল মামুন, মাদরাসার অধ্যক্ষ মজিবুর রহমান একরামী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের আহ্বায়ক এম এ আজিম চৌধুরী।

পরে অতিথিরা আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ (ব্যাগ, খাতা, কলম পরিচয় পত্র) তুলে দেন।

এসআই

 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin