আবুধাবি টি-টেন লিগে প্রথমবার খেলতে যাচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যাম্পস। প্রথমবার খেলতে এসেই অলরাউন্ডার সাকিব আল হাসানকে অধিনায়ক করেছে তারা।
রয়্যাল চ্যাম্পস নতুন দল হলেও তারা খেলোয়াড় নির্বাচন ও প্রস্তুতিতে কোনওরকম ছাড় দেয়নি। ভিস্তা রাইডার্সের বিপক্ষে ১৯ নভেম্বর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলতে নামবে সাকিবের রয়্যাল চ্যাম্পস। তার আগের দিন শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। সাকিবকে তারা গত মাসেই চুক্তিবদ্ধ করেছে।
সাকিব জানিয়েছেন, ‘রয়্যাল চ্যাম্পসের নেতৃত্ব দেওয়া আমার জন্য গর্বের বিষয়। এত প্রতিভাবান খেলোয়াড় এবং কোচিং স্টাফের সঙ্গে কাজ করতে পেরে আমি ভীষণ উচ্ছ্বসিত। আমরা ফ্যানদের জন্য উত্তেজনাপূর্ণ, প্রতিযোগিতামূলক এবং স্মরণীয় একটি মৌসুম উপহার দিতে চাই। নতুন দল হিসেবে আমাদের উৎসাহ এবং চেষ্টার মাত্রা অনেক বেশি।’
দলের হেড কোচ কোর্টনি ওয়ালশ জানান, ‘আমরা একটি ভারসাম্যপূর্ণ দল গড়ে তুলেছি, যা টি-টেন ফরম্যাটের দ্রুতগতির খেলায় মানিয়ে নিতে সক্ষম। প্রতিটি খেলোয়াড় জানে তার ভূমিকা এবং দায়িত্ব, যা আমাদের শক্তিশালী শুরু এনে দিতে সাহায্য করবে।’