আবাহনীকে হারালেও ফকিরেরপুলের কাছে ধরাশায়ী মোহামেডান!

আবাহনীকে হারালেও ফকিরেরপুলের কাছে ধরাশায়ী মোহামেডান!

বাংলাদেশ ফুটবল লিগে আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে হারিয়েছিল মোহামেডান স্পোর্টিং। কিন্তু আজ শনিবার ফকিরেরপুল ইয়ংমেন্সের কাছে ধরাশায়ী হতে হয়েছে ঐতিহ্যবাহী দলকে। ২-০ গোলে হেরেছে আলফাজ আহমেদের মোহামেডান।শনিবার মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে মোহামেডানকে হারানো ম্যাচের দুই গোলদাতা ছিলেন ইরফান হোসেন ও ওয়াতারা বেন ইবরাহীম। 

আগের মৌসুমে লিগে মোহামেডানকে হারিয়ে প্রথম চমক দেখায় ফকিরেরপুল। কুমিল্লায় ১-০ গোলে সেবার জয় পেয়েছিল নবাগত দলটি। পরের লেগে অবশ্য তাদেরকে ৬-১ ব্যবধানে বিধ্বস্ত করে মোহামেডান। 

প্রথমার্ধে আজ কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে জটলার মধ্য থেকে গোল করে ফকিরেরপুলকে এগিয়ে দেন ইরফান হোসেন। ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ আসে ফকিরেরপুলের সামনে। কিন্তু বিপদ হওয়ার আগেই বল ক্লিয়ার করেন মোহামেডানের গোলকিপার সাকিব আল হাসান। 

৬১ মিনিটে প্রতিপক্ষের তিন ডিফেন্ডারের মধ্য থেকে বল নিয়ে বেরিয়ে যান ওয়াতারা বেন ইব্রাহীম। এরপর বক্সে ঢুকে আরিয়ান হোসেনের সঙ্গে বল দেওয়া নেওয়া করে গোলমুখের সামনে থেকে লক্ষ্যভেদ করেন আইভরিকোস্টের এই ফরোয়ার্ড। তাতে ২-০ গোলে এগিয়ে যায় ফকিরেরপুল। 

৬৩ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল পেতে পারতেন ইব্রাহীম। দুর্ভাগ্য বল শট ফিস্ট করে তাকে গোলবঞ্চিত করেন সাকিব। জোড়া গোলে এগিয়ে গিয়ে মোহামেডানকে আরও চেপে ধরে ফকিরেরপুল। ৬৬ মিনিটে মোস্তফা কারাবার শট সহজেই তালুবন্দী করেন সাকিব। 

৭৫ মিনিটে  ভালো আক্রমণ শাণায় মোহামেডান। কিন্তু  ডান দিক দিয়ে আক্রমণে ওঠা আরিফের শট বাইরের জাল কাঁপায়। ৮৩ মিনিটে আরিফের উড়িয়ে মারা বলে ওভারহেড কিক নেন মোহামেডানের বার্নার্ড মরিসন। সেটিও বেরিয়ে যায় পোস্টের ডানপাশ ঘেঁষে। 

দিনের অপর ম্যাচে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন । 

আজকের জয়ে ৪ পয়েন্ট নিয়ে মোহামেডানকে টপকে টেবিলের আটে উঠে এসেছে ফকিরেরপুল। সমান পয়েন্ট নিয়ে ৯ নম্বরে মোহামেডান। পুলিশের সঙ্গে এক পয়েন্ট পেয়ে তিনে স্থান হয়েছে ব্রাদার্স ইউনিয়নের।

 

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’ BanglaTribune | ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাক...

Sep 13, 2025
ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin