৭০ বছর পর ২৩ একর জমিতে পার্ক নির্মাণকাজের উদ্বোধন

৭০ বছর পর ২৩ একর জমিতে পার্ক নির্মাণকাজের উদ্বোধন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৭০ বছর পর উদ্ধার করা সরকারি ২৩ একর জমিতে প্রস্তাবিত ইকো পার্ক প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আড়াইহাজারের বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীর পাড়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসন উদ্যোগে প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) নঈমউদ্দিন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, দীর্ঘ ৭০ বছর ধরে কতিপয় ব্যক্তি সরকারী জমি জবর দখল করে রেখেছিল। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২৩ একর দখল করা জমি দখলমুক্ত করা হয়েছে। সেই জমিতে প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ ও জনসাধারণের বিনোদনের সুযোগ তৈরির লক্ষ্যে নির্মিতব্য এই ইকো পার্ক পরিবেশবান্ধব পর্যটন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই পার্ক নির্মাণ শেষ হলে স্থানীয় পর্যটন ছাড়াও নারায়ণগঞ্জ জেলার বৃহত্তর জনগোষ্ঠীর জন্য এটি একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে।

পরে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা আড়াইহাজার পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শ করেন ও পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পূজার উপলক্ষে চেক ও চাল বিতরণ করেন।

এমআরপি/এএটি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin