৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর শাহবাগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান থেকে পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) লিখিত পরীক্ষার সময় পুনঃনির্ধারণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে অগ্রসর হওয়া চাকরিপ্রত্যাশীদের মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে জাতীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চাকরিপ্রার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।  আন্দোলনকারীরা এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত যাত্রী ছাউনীর সামনে অবস্থান নেন। এতে রাজু ভাস্কর্য থেকে শাহবাগ পর্যন্ত সড়কে তীব্র যানজট তৈরি হয়। ফলে সাধারণ পথচারী, রোগী ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

এর আগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবিতে বিকালে রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং গায়ে পেট্রোল ঢেলে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।

jwARI.fetch( $( "#ari-image-jw6925c1f3ced1c" ) );

আন্দোলনকারীদের অভিযোগ, প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত'র প্রস্তুতির জন্য যে সময় নির্ধারণ করা হয়েছে, তা অস্বাভাবিকভাবে কম এবং পূর্ববর্তী বিসিএস পরীক্ষার সঙ্গে বৈষম্যমূলক।

আন্দোলনকারীদের সজিব পাল বলেন, “আগের বিসিএসগুলোতে প্রিলিমিনারি থেকে লিখিত'র মাঝে ৬ থেকে ১৫ মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কিন্তু এবার মাত্র দুই মাসের মতো সময় পাওয়া যাচ্ছে। এত অল্প সময়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “এটা সরাসরি বৈষম্য ও অন্যায়। আমরা সরকারি কর্ম কমিশন–পিএসসির কাছে লিখিত পরীক্ষার সময়সূচি যৌক্তিকতার ভিত্তিতে পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি।”

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin