২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরছে জিম্বাবুয়ে, খেলবে নামিবিয়াও

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরছে জিম্বাবুয়ে, খেলবে নামিবিয়াও

হারারেতে আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের ফাইনালে জায়গা করে নিয়ে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে নামিবিয়া ও জিম্বাবুয়ে।

সেমিফাইনালে নামিবিয়া ৬৩ রানে তানজানিয়াকে হারিয়েছে। ফলে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলবে তারা। অন্যদিকে, স্বাগতিক জিম্বাবুয়ে ৭ উইকেটে কেনিয়াকে হারিয়েছে। তাতে ২০২২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে ফিরছে জিম্বাবুয়ে।

টসে জিতে আগে ব্যাট করে কেনিয়া ৬ উইকেটে করে ১২২ রান। দলের হয়ে রাকেপ প্যাটেলের ব্যাট থেকে আসে ৪৭ বলে ৬৫ রানের ইনিংস। তার পর সহজেই লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট খেলেন ২৫ বলে ঝড়ো ৫১ রানের ইনিংস। ৫ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা।

শনিবার ফাইনালে মুখোমুখি হবে নামিবিয়া ও জিম্বাবুয়ে। দুই দলই এখন আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে।

দিনের প্রথম ম্যাচে তানজানিয়ার বিপক্ষে ৪১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল নামিবিয়া। অধিনায়ক গেরহার্ড এরাসমাস (৪১ বলে ৫৫) ও জেজে স্মিট (৪৩ বলে অপরাজিত ৬১)-এর ৮৮ রানের জুটিতে ভর করে ৬ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে তারা। এরপর বল হাতে জ্বলে ওঠেন স্মিট। ১৬ রানে নেন ৩ উইকেট। তার সঙ্গে বেন শিকোঙ্গোও ২১ রানে নেন ৩টি উইকেট। তাদের বোলিংয়ে তানজানিয়া ৮ উইকেটে থামে ১১১ রানে। 

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নেবে। যা অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ।

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’ BanglaTribune | ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাক...

Sep 13, 2025
ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin