রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন ১৬ ঘণ্টা পর সম্পূর্ণ নিভিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে আগুন সম্পূর্ণ নেভানোর কথা জানায় সংস্থাটি।
jwARI.fetch( $( "#ari-image-jw69269bee843c5" ) );
ফায়ার সার্ভিস জানিয়েছে, কড়াইল বস্তির আগুন নির্বাপণ সম্পন্ন হয়েছে আজ সকাল সাড়ে ৯টায়। আগুনে কোনও হতাহত নেই। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
অপরদিকে আগুনে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর রাত কেটেছে টিঅ্যান্ডটি মাঠ, খামারবাড়ি মাঠে।
jwARI.fetch( $( "#ari-image-jw69269bee843f4" ) );
স্থানীয় বাসিন্দা ফরহাদ হোসেন বলেন, ‘এখানে অনেকগুলো ঘরে পুড়েছে। অন্তত দুই হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়ে খোলা আকাশের নিচেই রাত কাটিয়েছে। এতো মানুষের জন্য তো কিছু করা যায় না। তারপরও আমরা স্থানীয়রা যতটুকু পারছি করছি।’
এর আগে, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। একে একে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট গিয়ে ৫ ঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আজ সকাল সাড়ে ৯টায় আগুন সম্পূর্ণ নেভানোর কথা জানায় স্থংস্থাটি।