যুক্তরাষ্ট্র সফরের আর্জেন্টিনা দলে চমক, থাকছেন মেসিও

যুক্তরাষ্ট্র সফরের আর্জেন্টিনা দলে চমক, থাকছেন মেসিও

আগামী ফিফা উইন্ডোতে যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। সেই সফরে ১১ ও ১৪ অক্টোবর (বাংলাদেশের সময় অনুযায়ী) যথাক্রমে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।

এ উপলক্ষে আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি ঘোষণা করেছেন দলের নতুন স্কোয়াড; যেখানে রয়েছে কয়েকটি চমক, দুইজনের প্রত্যাবর্তন এবং দলে আছেন লিওনেল মেসিও। বিশ্বকাপে মেসি খেলবেন কি না, সেই প্রশ্নের উত্তরও হয়তো মিলবে এই সফরেই।

স্কোয়াডের বেশিরভাগ নামই পরিচিত মুখ। তবে স্কালোনি আবারও চমক দিয়েছেন কিছু অপ্রত্যাশিত নির্বাচনের মাধ্যমে।

এর মধ্যে বিশেষভাবে নজর কাড়ছে রেসিং ক্লাবের গোলরক্ষক ফাকুন্দো কামবেসেস। রিভার প্লেটের কাছে কোপা আর্জেন্টিনায় বাদ পড়লেও তিনি একাডেমিয়ার মূল গোলরক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন দারুণভাবে, যা আগে ছিল প্রায় একচেটিয়াভাবে গাব্রিয়েল আরিয়াস-এর দখলে।

আরেক চমক রিভার প্লেটের তরুণ ডিফেন্ডার লাউতারো রিভেরো। সেন্ট্রাল করদোবার হয়ে ধারে খেলার পর সম্প্রতি নুনিয়েস ক্লাব তাকে ফিরিয়ে এনেছে। ২১ বছর বয়সী এই সেন্টার ব্যাক এখন দলে জায়গা পেয়েছেন, যেখানে লুকাস মার্তিনেস কুয়ার্তা ও পাওলো দিয়াস লড়ছেন অপর সেন্টার ব্যাকের জায়গার জন্য।

তাদের সঙ্গে যুক্ত হয়েছেন আনিবাল মোরেনো, যিনি বর্তমানে ব্রাজিলের পালমেইরাস ক্লাবের মিডফিল্ডার। নিউওয়েলস ও রেসিংয়ের  সাবেক এই খেলোয়াড় সাম্প্রতিক মৌসুমে অসাধারণ পারফরম্যান্সে নিজের জায়গা পোক্ত করেছেন। এবার প্রথমবারের মতো তিনি সুযোগ পেলেন সিনিয়র জাতীয় দলে। একই ক্লাবের ফরোয়ার্ড হোসে মানুয়েল লোপেস আবারও স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন, যিনি আগের বিশ্বকাপ বাছাইপর্বের দ্বৈত ম্যাচেও দলে ছিলেন।

দলে ফেরার সুখবর পেয়েছেন দুইজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও—এনসো ফার্নান্দেস ও মার্কোস সেনেসি। চেলসি মিডফিল্ডার এনসো গতবার নিষেধাজ্ঞার কারণে অনুপস্থিত ছিলেন, আর বোর্নমাউথ ডিফেন্ডার সেনেসি প্রায় দুই বছর পর ফিরছেন। তার শেষ ম্যাচ ছিল ২০২২ সালের জুনে এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে, যেখানে তিনি ছিলেন শুরুর একাদশে।

আর্জেন্টিনার পূর্ণ স্কোয়াড (যুক্তরাষ্ট্র সফর)

গোলরক্ষক:

এমিলিয়ানো মার্তিনেস জেরোনিমো রুলি ওয়ালতের বেনিতেস  ফাকুন্দো কামবেসেস

রক্ষণভাগ:

গনসালো মনতিয়েল নাউয়েল মোলিনা ক্রিস্তিয়ান রোমেরো লেয়ান্দ্রো বালেরদি নিকোলাস ওতামেন্দি মার্কোস সেনেসি লাউতারো রিভেরো মার্কোস আকুনা নিকোলাস তাগলিয়াফিকো

মিডফিল্ডার:

লেয়ান্দ্রো পারেদেস আনিবাল মোরেনো রদ্রিগো দে পল এনসো ফার্নান্দেস নিকোলাস পাস জিওভানি লো সেলসো আলেক্সিস মাক আলিস্তার থিয়াগো আলমাদা ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো

আক্রমণভাগ:

লিওনেল মেসি নিকোলাস গনসালেস হোসে মানুয়েল লোপেস হুলিয়ান আলভারেস লাউতারো মার্তিনেস হুলিয়ানো সিমিওনে

এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা Banglanews24 | ফুটবল

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা

প্যারিসে গ্যালারিভর্তি দর্শকের সামনে ওসমান দেম্বেলে তুললেন তার প্রথম ব্যালন ডি’অর। ২৮ বছর বয়সে এসে ত...

Sep 23, 2025
বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল Banglanews24 | ফুটবল

বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল

ফিফার সর্বশেষ পুরুষদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে স্পেন। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দুই ধাপ পিছিয়ে নে...

Sep 18, 2025

More from this User

View all posts by admin