যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০, দুই সন্দেহভাজন আটক

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০, দুই সন্দেহভাজন আটক

যুক্তরাজ্যের কেমব্রিজশায়ারের কাছে একটি চলন্ত ট্রেনে ছুরিকাঘাতের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর। কেমব্রিজশায়ার পুলিশ জানিয়েছে, শনিবার (১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে তারা খবর পান যে, উত্তর ইংল্যান্ডের ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রসগামী ট্রেনে একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে। পরে তাদের সশস্ত্র সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। ট্রেন থামানো হয় হান্টিংডনে। সেখানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ব্রিটিশ পরিবহণ পুলিশ জানিয়েছে, কমপক্ষে ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ এই ঘটনাকে ‘বড় ধরনের ঘটনা’ হিসেবে ঘোষণা করেছে এবং জানিয়েছে, হামলার তদন্তে সন্ত্রাসবিরোধী ইউনিট সহায়তা করছে। পুরো ঘটনার প্রেক্ষাপট ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, তিনি এক ব্যক্তিকে রক্তাক্ত হাত নিয়ে দৌঁড়াতে দেখেন। লোকটি বলছিল, তাদের কাছে ছুরি আছে, দৌড় দাও। এরপর আরেকজনকে মেঝেতে লুটিয়ে পড়তে দেখা যায়।

আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, সন্দেহভাজনদের একজনকে বৈদ্যুতিক শক বন্দুক দিয়ে আটক করে পুলিশ।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনাটিকে ‘ভয়াবহ ও গভীর উদ্বেগের’ বলে আখ্যা দিয়েছেন।

পূর্ব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, হান্টিংডন স্টেশনে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। বিপুল সংখ্যক অ্যাম্বুলেন্স ও তিনটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। একাধিক রোগীকে হাসপাতালে নেওয়া হয়েছে।

পূর্ব উপকূল রেলসেবা পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, জরুরি সেবার কাজের কারণে হান্টিংডন স্টেশনে সব লাইন বন্ধ করে দেওয়া হয়েছে এবং যাত্রীদের ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

কেমব্রিজশায়ার ও পিটারবোরোর মেয়র হান্টিংডন ট্রেনে ভয়াবহ ঘটনার খবর শুনেছেন এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

Comments

0 total

Be the first to comment.

ব্রিটেনে ভিসার শর্তের জালে আট‌কে আছে বাংলাদেশি দম্প‌তির স্বপ্ন BanglaTribune | যুক্তরাজ্য

ব্রিটেনে ভিসার শর্তের জালে আট‌কে আছে বাংলাদেশি দম্প‌তির স্বপ্ন

যুক্তরাজ্যের পারিবারিক অভিবাসন নীতির কঠোরতা এবং এর মানবিক প্রভাব তুলে ধরেছেন এক ব্রিটিশ বাংলা‌দেশি ন...

Sep 16, 2025
যুক্তরাজ্যে সিনাগগে ছুরিকাঘাতে নিহত ২, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু BanglaTribune | যুক্তরাজ্য

যুক্তরাজ্যে সিনাগগে ছুরিকাঘাতে নিহত ২, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু

যুক্তরাজ্যের উত্তর ম্যানচেস্টারে একটি সিনাগগের (ইহুদি উপাসনালয়) কাছে  গাড়ি চালিয়ে পথচারীদের চাপা দেও...

Oct 02, 2025

More from this User

View all posts by admin