যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের তালিকায় শীর্ষে বাংলাদেশ

যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের তালিকায় শীর্ষে বাংলাদেশ

যুক্তরাজ্যে গত সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে আশ্রয় আবেদন করেছেন ১ লাখ ১০ হাজার ৫১ জন, যা গত বছরের তুলনায় ১৩ শতাংশ বেশি। যেই পাঁচটি দেশের নাগরিকরা সবচেয়ে বেশি আশ্রয় আবেদন করেছেন তাদের মধ্যে আছে পাকিস্তান, ইরিত্রিয়া, ইরান, আফগানিস্তান এবং বাংলাদেশ। যুক্তরাজ্যের ইমিগ্রেশন বিভাগ বলছে, প্রতি পাঁচ জন আশ্রয় আবেদনকারীর মধ্যে দুই জন এই পাঁচ দেশের নাগরিক; যা মোট আবেদনকারীর ৩৯ শতাংশ।

সম্প্রতি যুক্তরাজ্যের ইমিগ্রেশন বিভাগ এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে।

পরিসংখ্যান বলছে, ২০০৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত প্রতি বছর ২২ হাজার থেকে ৪৬ হাজার লোক যুক্তরাজ্যে আশ্রয় দাবি করেছিল। এরপর ২০২১ এর দ্বিতীয়ার্ধ থেকে একটি উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। সাম্প্রতিক বছরটি রেকর্ডে সর্বোচ্চ, যা ১৯৭৯ সালের মতো এবং ২০২১ সালের তুলনায় প্রায় দ্বিগুণ।

ইউকে বর্ডার সিস্টেম বলছে, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আশ্রয় আবেদন সাম্প্রতিক বছরগুলোতে আরও বৃদ্ধি পেয়েছে এবং উভয় দেশ থেকে বেশিরভাগ দাবিদার আশ্রয় দাবি করার আগে ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে। অভিবাসন ব্যবস্থায় পরিবর্তনের পরে ভারতসহ এই এই নাগরিকদের ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ওয়ার্ক এবং স্টাডি ভিসার মাধ্যমে প্রবেশের একটি বড় বৃদ্ধি দেখা গেছে।

গত সেপ্টেম্বরে পর্যন্ত প্রান্ত পরিসংখ্যান বলছে, আশ্রয়প্রার্থীদের ৪১ শতাংশ (৪৫ হাজার ১৮৩ জন) ছোট নৌকায় এসেছিল; ১১ শতাংশ (১২ হাজার ১৭৬ জন) অন্যান্য অনিয়মিত রুটের মাধ্যমে প্রবেশ করেছে (লরি বা শিপিং কন্টেইনারে বা প্রাসঙ্গিক ডকুমেন্টেশন ছাড়াই)। আশ্রয়প্রার্থীদের ৩৮ শতাংশ (৪১ হাজার ৪৬১ জন) এর আগে ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদন (ইটিএ) প্রাসঙ্গিক ডকুমেন্টেশনসহ ভিসা বা অন্যান্য ছুটিতে যুক্তরাজ্যে প্রবেশ করেছিল আর ১০ শতাংশ অন্যান্য রুট দিয়ে প্রবেশ করেছে।

ইউকে ইমিগ্রেশন বলছে, কিছু আশ্রয়প্রার্থী যুক্তরাজ্যে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আশ্রয় দাবি করে, অন্যরা আশ্রয় দাবি করার কিছু সময় আগে যুক্তরাজ্যে অবস্থান করে। বৈধ রুটে কিছু আগমনকারীরা তাদের ছুটির সময় বা শেষেও দেখা যায়, তারা তাদের নিজ দেশে ফিরে যেতে অক্ষম বা অনিচ্ছুক এবং তাই যুক্তরাজ্যে আশ্রয় দাবি করছেন।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin