নড়াইলের লোহাগড়ায় সিরিঞ্জের সুচ চোখে ফুটিয়ে ও মারধর করে তুষার শেখ (৩০) নামে এক যুবককে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ নভেম্বর) সকালে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
নির্যাতনের শিকার তুষার শেখ দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের আব্দুল লতিফ শেখের ছেলে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকাল ৯টার দিকে উপজেলার নোয়াগ্রামের নিজ বাড়ি থেকে অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তি তুষারকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। সকাল ১০টার দিকে একই উপজেলার কোলা-বয়রা আঞ্চলিক সড়কের পাশে তাকে ফেলে যায়। এ সময় তুষারের চোখ দিয়ে রক্ত ঝরছিল। অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। এরপর তাকে ঢাকায় নেওয়া হয়।
আহতের স্বজনরা জানান, তুষার তাদের জানিয়েছেন সিরিঞ্জের সুচ দিয়ে তার চোখে আঘাত করা হয়েছে। এ ছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে মারধর করা হয়েছে।
লোহাগড়া থানার ওসি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তুষারের নামে লোহাগড়াসহ বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।’
ঘটনা তদন্ত করে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।