যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে গোগা ইউনিয়নের সেতাই গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

রাসেল ওই গ্রামের উত্তরপাড়ার আনারুল মণ্ডলের ছেলে। সে সেতাই এসিআই ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার স্কুল ছুটির দিন হওয়ায় পিকনিক করার উদ্দেশে রাসেল ও কয়েকজন বন্ধু মিলে ওই গ্রামের মাঠের একটি আমবাগানে জ্বালানি কুড়াতে যায়। আমগাছের ভাঙা শুকনো ডালপালা নিয়ে ফিরে আসার সময় অসাবধানতাবশত রাসেল বিদ্যুতের তারে স্পর্শ হয়ে জ্ঞান হারায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয় শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পরিবারের কোনও অভিযোগ না থাকায় তাদের জিম্মায় মরদেহটি দাফন করতে অনুমতি দেওয়া হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের BanglaTribune | খুলনা বিভাগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের

যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্...

Sep 15, 2025

More from this User

View all posts by admin