যেমন হতে পারে লবির আসবাব

যেমন হতে পারে লবির আসবাব

পুরো অন্দর যে ধারায় সাজাচ্ছেন, লবিটাও সেই ধারায় সাজান। চমৎকারভাবে গুছিয়ে ছোট্ট এ জায়গাকেই করে তুলতে পারেন প্রাণবন্ত। এখানেও হতে পারে চা-কফির সঙ্গে আড্ডা।

বাড়ির অন্দরসজ্জায় যে রংকে প্রাধান্য দেওয়া হয়েছে, লবিতে সেটিই ব্যবহার করতে পারেন। তবে পুরোটায় নয়। হয়তো নীল, ফিরোজা, জলপাই বা কমলা রং আপনার অন্দরের প্রধান রং।

লবিতে ওই রংকে এমনভাবে রাখুন, যাতে তা হয়ে ওঠে আকর্ষণের কেন্দ্রবিন্দু। চেয়ার বা সোফায় ওই নির্দিষ্ট রং থাকতে পারে। দেয়াল এবং অন্যান্য আসবাব হতে পারে আলাদা হালকা রঙের।

যেকোনো ধারার অন্দরেই রাখতে পারেন ফুল। তবে ফুলদানিটা বেছে নিন অন্দরের ধরন বুঝে। আধুনিক ধারায় সিরামিকের অনুষঙ্গ ব্যবহারের চল রয়েছে।

বোহেমিয়ান ধারায় মাটি বা পোড়ামাটির অনুষঙ্গ মানায়। ভিক্টোরীয় ধারায় কাচ বা ক্রিস্টালের অনুষঙ্গ ব্যবহার করা যায়।

বসার জন্য রাখুন আরামদায়ক চেয়ার বা সোফা। ছোট একখানা টেবিলও রাখতে পারেন। লবিতে বসে চা-কফি খেতে কিংবা বই পড়তে চাইলে টেবিলটা কাজে আসবে।

আধুনিক ধারার অন্দরে হালকা নকশার আসবাব রাখার চল আছে। সোফার মতো গদি আছে—এমন চেয়ারও রাখতে পারেন, যাকে বলা হয় সোফা চেয়ার।

ফোম, কাপড়, রেক্সিন কিংবা কৃত্রিম চামড়া থাকতে পারে এসব আসবাবে। কাঠ, কাচ বা মার্বেল পাথর দিয়ে তৈরি হতে পারে টেবিল।

বোহেমিয়ান ধারার অন্দরে বাঁশ কিংবা বেতের আসবাব রাখতে পারেন। আসন ও কুশনে খাদি বা সুতি কাপড় ব্যবহার করা যায়।

ভিক্টোরীয় বা ধ্রুপদি ধারার অন্দরে একটু বড় আকারের ছড়ানো সোফা রাখা হয়। চেয়ার রাখলে সেটি হতে পারে আরামকেদারার মতো ছড়ানো।

দেয়ালে টাঙাতে পারেন চমৎকার কিছু পেইন্টিং। আধুনিক অন্দরে ট্রেন্ডি এখন বিমূর্ত নকশা।

বোহেমিয়ান ধারার লবিতে শীতলপাটি, শতরঞ্জি বা পাটের কার্পেট বিছিয়ে দিতে পারেন। রাখতে পারেন ঝোলানো ল্যাম্পশেড।

ভিক্টোরীয় ধারার অন্দরে রাখতে পারেন কারুকার্যময় আয়না।

সাধারণত দালানকোঠায় ঢোকার মুখেই থাকে লবি। তাই যিনি ঢোকেন, তাঁর কাছে ভেতরের অন্দরের একটা পূর্বাভাস দেয় এই ছোট জায়গা। বাড়ির অন্দরে যদি এমন একটা লবি থাকে, তবে তা কীভাবে সাজাবেন? এ বিষয়ে ‘সৃষ্টি আর্কিটেকচার অ্যান্ড কনসালট্যান্সি’র প্রতিষ্ঠাতা স্থপতি তাসনিম তূর্যির সঙ্গে কথা বলে লিখেছেন রাফিয়া আলম।

Comments

0 total

Be the first to comment.

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যাপাড়ের এই বাড়ি পেয়েছে আর্কেশিয়ার স্বীকৃতি Prothomalo | গৃহসজ্জা

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যাপাড়ের এই বাড়ি পেয়েছে আর্কেশিয়ার স্বীকৃতি

বাড়িটির নাম ‘চাবি’। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীর পাড়ে চার বিঘা জমির ওপর তৈরি হয়েছে ব...

Sep 13, 2025
অভিনেত্রী ভাবনার শোবার ঘর লাগোয়া ছাদে আছে কৃত্রিম জলধারা, দেখুন অন্দরসাজ Prothomalo | গৃহসজ্জা

অভিনেত্রী ভাবনার শোবার ঘর লাগোয়া ছাদে আছে কৃত্রিম জলধারা, দেখুন অন্দরসাজ

রাজধানীর ধানমন্ডির একটি সুউচ্চ দালানের সবচেয়ে ওপরের তলায় একটি ফ্ল্যাটে বসবাস করেন অভিনেত্রী আশনা হাব...

Sep 19, 2025
যেমন রঙে রাঙাতে পারেন বাড়ি Prothomalo | গৃহসজ্জা

যেমন রঙে রাঙাতে পারেন বাড়ি

জীবনের হাসি-আনন্দ আর দুঃখের গল্প জমা হয় বাড়ির বুকে। একেকটি দেয়াল হয়ে ওঠে ভালোবাসার নীরব সাক্ষী। মেঝে...

Sep 19, 2025

More from this User

View all posts by admin