‘যা দেখছি, প্রথম লাগছে’—ভোট দিয়ে জানালেন বুলবুল

‘যা দেখছি, প্রথম লাগছে’—ভোট দিয়ে জানালেন বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে আজ সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে ভোটগ্রহণ।  

সকাল ১০টা থেকেই একে একে ভোট দিতে আসছেন কাউন্সিলররা।

ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে বুলবুল বলেন, ‘আমি তো আগে কোনো নির্বাচনে অংশগ্রহণ করিনি। যা দেখছি, প্রথম লাগছে। যা বলার নির্বাচন শেষ হলে বলব। ’

বিসিবির ইতিহাসে এটি এমন এক নির্বাচন, যেখানে বহু প্রাক্তন ক্রিকেটার সরাসরি যুক্ত হয়েছেন; কেউ প্রার্থী হিসেবে, কেউ ভোটার হিসেবে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তফসিল অনুযায়ী, সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে প্রাথমিক ফলাফল, আর নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় নির্ধারিত হবেন বিসিবির সভাপতি ও দুই সহ-সভাপতি। আনুষ্ঠানিক ঘোষণা আসবে রাত ৯টার দিকে।

এই নির্বাচনের মাধ্যমে গঠিত হবে ২৫ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ। এর মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করবেন দুইজন, আর বাকি ২৩ জন নির্বাচিত হবেন ভোটের মাধ্যমে।

বুলবুলসহ বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার এবার বিসিবির প্রশাসনিক দায়িত্বে যুক্ত হওয়ায় ক্রিকেট মহলে দেখা দিয়েছে নতুন প্রত্যাশা। মাঠের অভিজ্ঞতা এবার নীতিনির্ধারণের টেবিলেও প্রতিফলিত হবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

এফবি/এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin