ওয়াশিংটনকে সম্মান করতে মামদানিকে পরামর্শ ট্রাম্পের

ওয়াশিংটনকে সম্মান করতে মামদানিকে পরামর্শ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি সফল হতে চাইলে তাকে ওয়াশিংটনের প্রতি সম্মানজনক হতে হবে। তবে তিনি জানিয়েছেন, তার প্রশাসন নতুন মেয়রকে সহায়তা করতে প্রস্তুত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বুধবার ফক্স নিউজের ব্রেট বেয়ারের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তাকে (মামদানিকে) ওয়াশিংটনের প্রতি কিছুটা সম্মান দেখাতে হবে, না হলে সফল হওয়া কঠিন হবে। আমি চাই, তিনি সফল হোন। আমি চাই, শহরটা সফল হোক। পরে তিনি স্পষ্ট করে বলেন, আমি নিউ ইয়র্ক শহরকে সফল হতে দেখতে চাই।

এর আগে বুধবার ট্রাম্প বলেন, তার প্রশাসন নতুন মেয়রকে সহায়তা করবে। যদিও তিনি মামদানিকে আবারও ‘কমিউনিস্ট’ বলে অভিহিত করেন। মিয়ামিতে আমেরিকান বিজনেস ফোরামে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, কমিউনিস্ট, মার্কসবাদী ও গ্লোবালিস্টরা তাদের সুযোগ পেয়েছিল, আর তারা ব্যর্থ হয়েছে। এখন দেখা যাক, এক কমিউনিস্ট নিউ ইয়র্কে কেমন করেন। আমরা সহায়তা করব, কিছুটা সহায়তা করব। আমরা চাই নিউ ইয়র্ক সফল হোক।

মেয়র নির্বাচনের আগে ট্রাম্প মামদানিকে ‘কমিউনিস্ট উন্মাদ’ বলে আখ্যা দেন এবং হুমকি দেন, তিনি জিতলে শহরের ফেডারেল তহবিল বন্ধ করে দেবেন।

নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন মামদানি। নির্বাচনের পর তিনি ঘোষণা দেন, শহরের শিশু যত্ন, গণপরিবহন ও বাজারব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে করার পরিকল্পনা তার অগ্রাধিকারে থাকবে। তিনি ‘কমিউনিস্ট’ তকমা প্রত্যাখ্যান করে নিজেকে ‘ডেমোক্র্যাটিক সমাজতন্ত্রী’ বলে পরিচয় দেন।

মঙ্গলবার বিজয়োৎসবের ভাষণে মামদানি ট্রাম্পের উদ্দেশে বলেন, আমি জানি আপনি টেলিভিশন দেখছেন, তাই ভলিউমটা একটু বাড়িয়ে দিন। তিনি তার জয়কে ট্রাম্পের বিরোধিতার এক মডেল হিসেবে তুলে ধরেন।

বুধবার দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিয়ে দেওয়া ভাষণে মামদানি বলেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির বিরোধিতা চালিয়ে যাবেন, তবে প্রশাসনের সঙ্গে আলোচনার দ্বারও খোলা রাখবেন। আমি প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপারে স্পষ্ট ভাষায় কথা বলব। তার কাজগুলো যেমন, তেমনই বলব। তবে সেইসঙ্গে আলোচনার সুযোগও খোলা রাখব।

আগামী ১ জানুয়ারি থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন। তার জয়কে অনেক বিশ্লেষক ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল ও মধ্যপন্থি শাখার দ্বন্দ্বের প্রেক্ষাপটে জাতীয় রাজনীতিতেও এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন।

 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin