ভেনেজুয়েলা ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র: রয়টার্স

ভেনেজুয়েলা ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র: রয়টার্স

ভেনেজুয়েলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র নতুন পর্যায়ের অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন চার মার্কিন কর্মকর্তা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তারা বলেছেন, ট্রাম্প প্রশাসন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে শিগগিরই এই পদক্ষেপ নিতে পারে। তবে কখন বা কী পরিসরে অভিযান হবে, কিংবা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সম্ভাব্য মার্কিন পদক্ষেপ নিয়ে জল্পনা বেড়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ক্যারিবিয়ানে সেনা মোতায়েন করেছে। যা ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক আরও উত্তপ্ত করেছে। দুই মার্কিন কর্মকর্তা জানান, মাদুরোর বিরুদ্ধে নতুন অভিযানের প্রথম ধাপ হতে পারে গোপন অভিযান। সংবেদনশীলতার কারণে সব চারজনই নাম প্রকাশ না করার অনুরোধ করেন।

পেন্টাগন মন্তব্যের দায়িত্ব হোয়াইট হাউজের কাছে পাঠিয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। শনিবার এক সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা বলেন, ভেনেজুয়েলা ইস্যুতে কিছুই বাদ দেওয়া হচ্ছে না। তিনি বলেন, আমেরিকায় মাদক অনুপ্রবেশ ঠেকাতে এবং দোষীদের বিচারের মুখোমুখি করতে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকান শক্তির সব উপাদান ব্যবহার করতে প্রস্তুত।

ট্রাম্প প্রশাসন মাদুরোর বিরুদ্ধে অবৈধ মাদক সরবরাহের অভিযোগ তোলে, যদিও মাদুরো তা অস্বীকার করেছেন। দুটি মার্কিন সূত্র রয়টার্সকে বলেন, বিবেচনায় থাকা বিকল্পগুলোর মধ্যে রয়েছে মাদুরোকে উৎখাতের চেষ্টা।

২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো দাবি করেছেন, ট্রাম্প তাকে সরাতে চান এবং ভেনেজুয়েলার জনগণ ও সেনাবাহিনী তাতে প্রতিরোধ গড়ে তুলবে। শনিবার রাতে ৬৩তম জন্মদিনের আগের দিন তিনি কারাকাসের প্রধান থিয়েটারে নিজের জীবনভিত্তিক একটি টেলিভিশন সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

ক্যারিবিয়ানে কয়েক মাস ধরে সামরিক শক্তি জড়ো করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প ভেনেজুয়েলায় সিআইএ-এর গোপন অভিযান অনুমোদন করেছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ভেনেজুয়েলা আকাশসীমা ‘বিপজ্জনক’ বলে সতর্ক করে এবং সতর্কতার সঙ্গে ফ্লাইটের পরামর্শ দেয়। এর পরদিন তিনটি আন্তর্জাতিক বিমানসংস্থা ভেনেজুয়েলা থেকে যাত্রার ফ্লাইট বাতিল করে।

সোমবার যুক্তরাষ্ট্র কার্টেল দে লস সোলেসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার পরিকল্পনা করেছে। মার্কিন প্রশাসন অভিযোগ করেছে, মাদুরো এই কার্টেলের নেতৃত্ব দেন। যা তিনি অস্বীকার করেছেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্তি যুক্তরাষ্ট্রের জন্য অনেক নতুন বিকল্প তৈরি করবে। ট্রাম্প বলেছেন, এতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় মাদুরোর সম্পদ ও অবকাঠামোতে আঘাত হানতে পারবে, একই সঙ্গে তিনি কূটনৈতিক সমাধানের লক্ষ্যে সম্ভাব্য আলোচনার কথাও উল্লেখ করেছেন।

দুই মার্কিন কর্মকর্তা স্বীকার করেছেন, কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে কিছু যোগাযোগ হয়েছে। এসব যোগাযোগ নতুন অভিযান কখন বা কতটা বিস্তৃত হবে, তা প্রভাবিত করবে কি না, তা স্পষ্ট নয়।

১৬ নভেম্বর যুক্তরাষ্ট্র নৌবাহিনীর বৃহত্তম এয়ারক্রাফট ক্যারিয়ার জেরাল্ড আর ফোর্ড তার স্ট্রাইক গ্রুপসহ ক্যারিবিয়ানে পৌঁছেছে। সেখানে অন্তত সাতটি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন এবং এফ-৩৫ যুদ্ধবিমানও রয়েছে।

এ অঞ্চলে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত মাদকবিরোধী কার্যক্রমে মনোনিবেশ করেছে। সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র ২১টি কথিত মাদকবাহী নৌযানে হামলা চালিয়েছে, যাতে কমপক্ষে ৮৩ জন নিহত হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো এসব হামলাকে বেসামরিক হত্যার অভিযোগে ‘বেআইনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ হিসেবে নিন্দা করেছে। বেশ কিছু মার্কিন মিত্রও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের আশঙ্কা প্রকাশ করেছে।

আগস্টে যুক্তরাষ্ট্র মাদুরোর গ্রেফতারে সহযোগিতার জন্য পুরস্কারের অঙ্ক দ্বিগুণ করে ৫ কোটি ডলার করেছে।

এদিকে ভেনেজুয়েলার সামরিক বাহিনী দুর্বল প্রশিক্ষণ, কম বেতন ও অবনতি হওয়া সরঞ্জামের কারণে বিপর্যস্ত। খাদ্য সরবরাহে ঘাটতি থাকায় কিছু ইউনিটকে স্থানীয় খাদ্য উৎপাদকদের সঙ্গে সমঝোতা করতে হচ্ছে।

এই বাস্তবতায় সম্ভাব্য মার্কিন আক্রমণের মুখে বিকল্প কৌশল বিবেচনা করছে মাদুরো সরকার। এর মধ্যে একটি হলো ‘দীর্ঘস্থায়ী প্রতিরোধ’ নামে গেরিলা-ধাঁচের লড়াই, রাষ্ট্রীয় টেলিভিশনেও বিষয়টি প্রচার করা হয়েছে। এতে অন্তত ২৮০টি স্থানে ছোট ছোট ইউনিট গড়ে তোলে ধ্বংসাত্মক ও গেরিলা কৌশল ব্যবহারের পরিকল্পনা রয়েছে, যা পুরোনো নথি ও হালনাগাদ তথ্যের ভিত্তিতে রয়টার্স আগেই জানিয়েছিল।

Comments

0 total

Be the first to comment.

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা BanglaTribune | আন্তর্জাতিক

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা

নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল এবং সাবেক প্রধান বিচারপতি সুশীলা কা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin