ভেনেজুয়েলার বিষয়ে বৈঠক করছেন মার্কিন কর্মকর্তারা

ভেনেজুয়েলার বিষয়ে বৈঠক করছেন মার্কিন কর্মকর্তারা

ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক অভিযানের বিকল্প নিয়ে এখন পর্যন্ত তিন দফা বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির প্রেক্ষাপটে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ ভেনেজুয়েলার উপকূলে গত দুই মাসে একাধিক প্রাণঘাতী হামলা হয়েছে। এরপর ক্যারিবিয়ানে এফ-৩৫ যুদ্ধবিমান, বিমানবাহী রণতরি এবং পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছেন। চলতি সপ্তাহের শুরুরদিকে জেরাল্ড ফোর্ড এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপও লাতিন আমেরিকা অঞ্চলে প্রবেশ করে—যার সঙ্গে রয়েছে ৭৫টির বেশি সামরিক বিমান ও পাঁচ সহস্রাধিক সেনা।

শুক্রবার ট্রাম্প ইঙ্গিত দেন, ভেনেজুয়েলাকে লক্ষ্য করে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে। তিনি ভেনেজুয়েলার বিরুদ্ধে মাদক পাচারে জড়িত থাকার অভিযোগ করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে পাঁচজন মার্কিন কর্মকর্তা বলেছেন, হোমল্যান্ড সিকিউরিটি কাউন্সিলের বৈঠকগুলো চলতি সপ্তাহেই হয়েছে।

তাদের মধ্যে তিনজন নিশ্চিত করেছেন, একটি বৈঠক হয়েছে শুক্রবার। হোমল্যান্ড সিকিউরিটি কাউন্সিল প্রেসিডেন্টকে নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে পরামর্শ দেয় এবং সাধারণত ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলার এটির নেতৃত্ব দেন।

একজন কর্মকর্তা জানান, বুধবার একটি ছোট বৈঠক হয়। এরপর বৃহস্পতিবার আরেক বৈঠকে যোগ দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনসহ অনেকে।

হোয়াইট হাউজ এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ট্রাম্প বৃহস্পতিবার সিচুয়েশন রুমে বৈঠকে যোগ দেন এবং কয়েকটি বিকল্প নিয়ে ব্রিফিং পান। অবশ্য আলোচ্য বিকল্পের বিষয়ে রয়টার্স কিছুই জানতে পারেনি। তবে এর আগে ট্রাম্প ভেনেজুয়েলায় স্থল অভিযান চালানোর সম্ভাবনার কথা ইঙ্গিত করেছিলেন।

২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অভিযোগ, ট্রাম্প তাকে ক্ষমতাচ্যুত করতে চাইছেন।

অবশ্য এই অভিযোগ অস্বীকার করে ট্রাম্প বারবার বলেছেন যে, তিনি ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন চাইছেন না।

গত আগস্টে ওয়াশিংটন মাদুরোকে গ্রেফতারের তথ্য দিলে পুরস্কারের অঙ্ক দ্বিগুণ করে পাঁচ কোটি ডলার করেছে। যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে মাদক কার্টেল ও অপরাধী গোষ্ঠীর সঙ্গে সম্পর্কের অভিযোগ করেছে।

এ পর্যন্ত মার্কিন বাহিনী ওই অঞ্চলে সন্দেহভাজন মাদকবাহী নৌযানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। পেন্টাগন ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরে অন্তত ২০টি হামলা চালিয়েছে, যাতে ৮০ জন নিহত হয়েছে।

ডেমোক্র্যাট আইনপ্রণেতা ও আইনি বিশেষজ্ঞরা এসব হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং কিছু ইউরোপীয় মিত্রও সমালোচনা করেছে।রয়টার্স/ইপসোস পরিচালিত একটি জনমত জরিপে দেখা গেছে, ভেনেজুয়েলা থেকে মাদক পাচার থামাতে মার্কিন সামরিক শক্তি প্রয়োগে মাত্র ৩৫ শতাংশ জনসমর্থন রয়েছে।

সম্প্রতি ভেনেজুয়েলার প্রতিবেশী কলোম্বিয়ার সঙ্গেও যুক্তরাষ্ট্রের উত্তেজনা বেড়েছে। ট্রাম্প ও কলোম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো প্রকাশ্যে একে অপরকে তীব্র ভাষায় আক্রমণ করছেন।

Comments

0 total

Be the first to comment.

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা BanglaTribune | আন্তর্জাতিক

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা

নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল এবং সাবেক প্রধান বিচারপতি সুশীলা কা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin