এশিয়া কাপ শেষ হলো প্রায় ২ সপ্তাহ। মাঠের আলো নিভলেও আলোচনার আগুন জ্বলছে এখনও। কারণ একটাই, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েও এখনও ভারতের হাতে ওঠেনি ট্রফি।
ফাইনালের দিন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি পাকিস্তানের হওয়ায় ভারতীয় দল তার হাত থেকে ট্রফি না নেয়ায় বিষয়টি গড়ায় চূড়ান্ত পর্যায়ে।
আর মহসিন নাকভিও থাকেন তার সিদ্ধান্তেই অটুট। মানে ভারতীয় দলকে ট্রফি নিতে হলে তা গ্রহণ করতে হবে তার কাছ থেকেই। ফলাফল, শিরোপা জিতলেও ট্রফিহীন রইলো সুরিয়াকুমারের ভারত।
এসব কিছুর মাঝেই এবার বোমা ফাটালো ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। তারা জানিয়েছে, বিসিসিআই মনে করছে, পিসিবি প্রধান মহসিন নাকভিকে তার আচরণের জন্য সতর্ক করতে পারে আইসিসি।
কেবল তাই নয়, মহসিন নাকভি নাকি আইসিসি থেকে তার পরিচালক পদ হারাতে পারেন।
এশিয়া কাপের এই ট্রফি বিতর্ক শুধু ভারত-পাকিস্তানের সম্পর্কের প্রতিফলন নয়, বরং এটি ক্রিকেটের প্রশাসনিক রাজনীতিরও এক নগ্ন চিত্র। ভারতীয় দল আপাতত মাঠে নয়, বোর্ডরুমে লড়ছে নিজেদের প্রাপ্য ট্রফির জন্য। কবে উঠবে সেই অধরা ট্রফি ভারতীয়দের হাতে সেটাই এখন দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।
/এমএন