ভারত এসে বিয়েতে গাইলেন জেনিফার, পারিশ্রমিক তাক লাগানো!

ভারত এসে বিয়েতে গাইলেন জেনিফার, পারিশ্রমিক তাক লাগানো!

ভারতের রাজস্থানের উদয়পুরে সম্প্রতি অনুষ্ঠিত এক তারকাবহুল রাজকীয় বিয়েতে ঝলমলে পারফরম্যান্স উপহার দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন হলিউড সুপারস্টার জেনিফার লোপেজ। এই বিশেষ অনুষ্ঠানে পারফরম্যান্সের জন্য তিনি যে বিপুল অংকের পারিশ্রমিক নিয়েছেন, তা শুনে অনেকেই রীতিমতো চমকে উঠেছেন।

গত সপ্তাহান্তে আমেরিকান ধনকুবের রামা রাজু মানতেনার কন্যা নেত্রা মানতেনা এবং সুপারঅর্ডারের সহ-প্রতিষ্ঠাতা ভামসি গাদিরাজুর বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করেন জেনিফার লোপেজ। তিন দিনব্যাপী এই বিয়ের আয়োজন হয় ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত। উদয়পুরের একাধিক বিলাসবহুল ঐতিহ্যবাহী ভেন্যু—যার মধ্যে ছিল দ্য লীলা প্যানলস এবং লেক পিচোলার দ্বীপ প্রাসাদজুড়ে চলেছে বর্ণাঢ্য আয়োজন।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের ধনকুবের, প্রযুক্তি জগতের শীর্ষ ব্যক্তিত্ব ও নামী তারকারা। এই আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে ওঠে জেনিফার লোপেজের বিদ্যুৎ-ঝলমলে পারফরম্যান্স। মার্কিন বিনোদনমাধ্যম পেজ সিক্সের তথ্য অনুযায়ী, এই এক রাতের পারফরম্যান্সের জন্য তিনি পারিশ্রমিক হিসেবে নিয়েছেন প্রায় ২০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৪ কোটি টাকা।

বিয়ের মূল অনুষ্ঠানে জেনিফার লোপেজ হাজির হন ভারতীয় ঐতিহ্যবাহী সাজে। তিনি পরেছিলেন বলিউডের খ্যাতিমান ডিজাইনার মনিষ মালহোত্রার বিশেষভাবে তৈরি একটি রোজ-গোল্ড রঙের ক্যাটওয়াক শাড়ি। শাড়িটিতে ছিল ঝিলমিল করা ক্রিস্টাল ফুলের নকশা ও সিকুইনের কাজ, যা সূর্যের আলোতে আরও উজ্জ্বল হয়ে উঠেছিল। সঙ্গে ছিল ভারী কারুকাজ করা স্ট্র্যাপলেস ব্লাউজ।

মঞ্চে ওঠার পর অবশ্য তিনি বদলে নেন বডিস্যুট। একের পর এক নিজের জনপ্রিয় গানের তালে দর্শকদের মাতিয়ে তোলেন তিনি। পরিবেশন করেন অন দ্য ফ্লোর, গেট রাইট ও অ্যাইন্ট ইউর মামা-এর মতো হিট গান। পারফরম্যান্স চলাকালে তিনটি ভিন্ন লুকে দেখা যায়—প্রথমে কালো কাট-আউট বডিস্যুট, এরপর রুপালি, সবশেষে ঝলমলে সোনালি পোশাকে মঞ্চে আগুন ঝরান এই মার্কিন তারকা।

এই রাজকীয় বিয়েতে শুধু জেনিফার লোপেজই নন, বিনোদনের দায়িত্বে ছিলেন একঝাঁক বলিউড তারকাও। অতিথিদের মন মাতিয়েছেন মাধুরি দীক্ষিত, রণবীর সিং, বরুণ ধাওয়ান, কৃতি স্যানন, শহিদ কাপুর, জানভি কাপুর, নোরাহ ফাতেহি, জেকুলিন ফারনান্দেজের মতো বলিউড তারকারা। তিন দিনব্যাপী এই আয়োজনে প্রতিদিনই চলেছে গান, নাচ ও মনোরঞ্জনের নানা আয়োজন।

উদয়পুরের এই রাজকীয় বিয়ে এবং জেনিফার লোপেজের ১৮ কোটি টাকার পারফরম্যান্স ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বলিউড ও হলিউড—দুই ইন্ডাস্ট্রির তারকাদের এক মঞ্চে দেখা যাওয়া এই আয়োজনকে ঘিরে বিনোদন দুনিয়ায় এখন তুমুল আগ্রহ।

সূত্র: ডিএনএ

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin