উত্তরা ইউনিভার্সিটির আয়োজনে গবেষণা ও প্রকাশনা পুরস্কার

উত্তরা ইউনিভার্সিটির আয়োজনে গবেষণা ও প্রকাশনা পুরস্কার

উত্তরা ইউনিভার্সিটি গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের (সিআরটি) আয়োজনে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে গবেষণা ও প্রকাশনা পুরস্কার প্রদান অনুষ্ঠান-২০২৪।  

এ বছর মোট ৬৩ জন গবেষককে তাদের অসামান্য গবেষণা অবদানের জন্য পুরস্কৃত করা হয়েছে, যাদের গবেষণায় ১শ’টিরও বেশি স্কোপাস-ইনডেক্সড প্রবন্ধ প্রকাশিত হয়েছে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায়।

এই পুরস্কার প্রাপ্তির জন্য প্রকাশনাগুলোকে স্কোপাস, ওয়েব অব সায়েন্স, ইউইউ জার্নাল বা অন্যান্য সম্মানসূচক ও উচ্চ প্রভাবশালী জার্নালে প্রকাশিত ও সূচীবদ্ধ হতে হয়েছে। উত্তরা ইউনিভার্সিটি তাদের এই আয়োজনের মধ্য দিয়ে পুরস্কারপ্রাপ্তদের সনদপত্র ও নগদ অর্থ সম্মানী হিসেবে দেওয়ার মাধ্যমে সম্মাননা জানিয়েছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীদের অসাধারণ গবেষণা অবদান ও স্কোপাস-ইনডেক্সে স্থান পাওয়া প্রবন্ধসমূহকে স্বীকৃতি জানানো হয়, যা উত্তরা ইউনিভার্সিটির একাডেমিক উৎকর্ষতার চর্চা ও সকল ক্ষেত্রে উদ্ভাবনের প্রতি দৃঢ় অঙ্গীকারের প্রমাণ। আয়োজক এবং অংশগ্রহন করা প্রাবন্ধিকদের মতে এই অনুষ্ঠান শুধু একাডেমিক উৎকর্ষতার স্বীকৃতিই দেয়নি, বরং গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক গৌরবের সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে উত্তরা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারকেও আরও সুদৃঢ় করেছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিগো উত্তরা লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং উত্তরা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আবিদ আজিজ।  

অনুষ্ঠানের সভাপতি ছিলেন প্রফেসর ড. মো. সুলতানুল ইসলাম, পরিচালক, গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র, উত্তরা বিশ্ববিদ্যালয়।

উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা বলেন, আজ আমরা আমাদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের অসাধারণ গবেষণা অর্জন উদযাপন করছি, যাদের নিষ্ঠা ও পরিশ্রম উত্তরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অবস্থানকে ক্রমাগত উন্নত করছে। এই অনুষ্ঠান আমাদের উদ্ভাবনী গবেষণা সংস্কৃতি গড়ে তোলার এবং এমন জ্ঞান সৃষ্টির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে যা সমাজ ও বিশ্ববিদ্যালয়, উভয়ের জন্যই কল্যাণ বয়ে আনে। আমরা আশা করি, এই পুরস্কারগুলো আমাদের গবেষকদের আরও অনুপ্রাণিত করবে নতুন দিগন্ত উন্মোচনে এবং তাদের নিজ নিজ ক্ষেত্রে অর্থবহ অগ্রগতি সাধনে।

বিশেষ অতিথীর বক্তব্যে আবিদ আজিজ বলেন, ভবিষ্যতের গবেষণা ও প্রকাশনায় আমি আপনাদের আহ্বান জানাই জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহের (এসডিজি) সাথে নিজেদের কাজকে সংযুক্ত করতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অসীম সম্ভাবনাকে আরো ভালো করে বুঝতে।

অনুষ্ঠানটি দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।  

এএটি

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে আবারও বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ওয়ালটন Banglanews24 | কর্পোরেট কর্নার

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে আবারও বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ওয়ালটন

দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য বছরের সেরা ব্যবসায় উদ্যোক্তা প্রতিষ্ঠ...

Sep 25, 2025
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামের উদ্বোধন Banglanews24 | কর্পোরেট কর্নার

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামের উদ্বোধন

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামের প্র...

Sep 13, 2025

More from this User

View all posts by admin