ট্রাম্পের বিরুদ্ধে ‘সাম্রাজ্যবাদী’ হুমকির অভিযোগ ভেনেজুয়েলার 

ট্রাম্পের বিরুদ্ধে ‘সাম্রাজ্যবাদী’ হুমকির অভিযোগ ভেনেজুয়েলার 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী বা ঔপনিবেশিক হুমকি দেওয়ার অভিযোগ এনেছে ভেনেজুয়েলা। দেশটির আকাশসীমা বন্ধে ট্রাম্পের এক মন্তব্যের প্রতিক্রিয়ায় এই কথা বলেছে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কারাকাসের অভিযোগ, তাদের দেশের আকাশসীমা “বন্ধ” করার আহ্বান জানিয়ে ট্রাম্প “ঔপনিবেশিক হুমকি” দিয়েছেন। তার মন্তব্য ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধে একটি অদ্ভুত, বেআইনি এবং অযৌক্তিক আগ্রাসন।

তার আগের দিন, নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, সব এয়ারলাইন্স, পাইলট, মাদক পাচারকারী ও মানব পাচারকারীদের উদ্দেশে বলছি, ভেনেজুয়েলা ও আশপাশের সমস্ত আকাশসীমাকে সম্পূর্ণভাবে বন্ধ বিবেচনা করুন।

কোনও দেশের আকাশসীমা আইনগতভাবে বন্ধ করে দেওয়ার ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই। তবে, ট্রাম্পের অনলাইন পোস্ট ভ্রমণ অনিশ্চয়তা তৈরি করতে পারে এবং বিমান সংস্থাগুলোর ওই অঞ্চলে ফ্লাইট বহাল রাখা নিয়ে সাময়িকভাবে নিরুৎসাহিত করতে পারে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, যা মাদক পাচার রোধের উদ্দেশ্যে গৃহীত উদ্যোগ বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অভিযোগ, যুক্তরাষ্ট্র মাদক পাচার রোধের নামে তাকে উৎখাতের পাঁয়তারা করছে।

ট্রাম্পের মন্তব্যে ভেনেজুয়েলার প্রতিক্রিয়ায় হোয়াইট হাউজ তৎক্ষণাৎ কোনও জবাব দেয়নি।

ট্রাম্পের মন্তব্য এমন সময় এসেছে, যখন মার্কিন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এফএএ) ভেনেজুয়েলার ভেতরে ও আশপাশে “বর্ধিত সামরিক কার্যকলাপ” সম্পর্কে এয়ারলাইন্সগুলোকে সতর্ক করেছে।

শনিবার এক বিবৃতিতে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে যুক্তরাষ্ট্র “একতরফাভাবে” তাদের সাপ্তাহিক অভিবাসী পুনর্বাসন ফ্লাইট স্থগিত করেছে।

বিবৃতিতে বলা হয়, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, বিশ্বের সার্বভৌম সরকারগুলো, জাতিসংঘ এবং সংশ্লিষ্ট বহুপাক্ষিক সংগঠনগুলোকে এই অনৈতিক আগ্রাসন কার্যক্রম দৃঢ়ভাবে প্রত্যাখ্যানের আহ্বান জানাই।

যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ড ও প্রায় ১৫ হাজার সেনা ভেনেজুয়েলার নিকটে মোতায়েন করেছে। যুক্তরাষ্ট্রের দাবি, এই মোতায়েন—যা ১৯৮৯ সালে পানামা আক্রমণের পর অঞ্চলটিতে মার্কিন বাহিনীর সবচেয়ে বড় উপস্থিতি—মাদক-পাচার রোধের লক্ষ্যেই।

বৃহস্পতিবার ট্রাম্প সতর্ক করে বলেন, ভেনেজুয়েলার মাদক পাচার রোধে মার্কিন স্থল অভিযান “খুব শিগগিরই” শুরু হবে।

মার্কিন বাহিনী এখন পর্যন্ত অন্তত ২১টি নৌকা লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেগুলোতে মাদক বহনের দাবি করা হয়েছে। এসব হামলায় ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। তবে নৌকাগুলোতে মাদক ছিল—এমন প্রমাণ যুক্তরাষ্ট্র প্রকাশ করেনি।

Comments

0 total

Be the first to comment.

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা BanglaTribune | আন্তর্জাতিক

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা

নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল এবং সাবেক প্রধান বিচারপতি সুশীলা কা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin