তৈরি হলো বিকেএসপি’র প্রথম থিম সং

তৈরি হলো বিকেএসপি’র প্রথম থিম সং

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর জন্য প্রথমবারের মতো নির্মিত হলো থিম সং। নাম ‘এসো স্বদেশের পতাকা উড়াই’। 

বেলাল খানের সুরে গানটিতে তিনি ছাড়াও কণ্ঠ দিয়েছেন—কণা, নদী ও সজীব দাস। সংগীতায়োজন করেছে সজীব দাস। 

বিকেএসপি’র লক্ষ্য, উদ্দেশ্য, ইতিহাস-ঐতিহ্য, অর্জন, গৌরব ও ক্যাডেটদের উদ্দীপনাকে উজ্জীবিত করতে নির্মিত গানটির কথা লিখেছেন—নীহার আহমেদ এবং বিকেএসপির ক্রীড়া কলেজের শিক্ষকবৃন্দ। 

চন্দন রায় চৌধুরীর পরিচালনায় ভিডিওচিত্রে মডেল হয়েছেন—খ্যাতিমান ক্রিকেটার মুশফিকুর রহিম ও লিটন দাস, ফুটবলার মুরসালিন, মামুনুল হক, ঋতু পর্ণা চাকমা, হকি খেলোয়াড় জিমি, দ্রুততম মানবী শিরিন, আসিফসহ বিকেএসপির একঝাঁক সাবেক ও বর্তমান খেলোয়াড়। 

বিকেএসপির অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে শিগগিরই অবমুক্ত হতে যাওয়া গানটি সম্পর্কে প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনীরুল ইসলাম বলেন, ‘বিকেএসপি দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে খেলাধুলা ও পড়ালেখার চমৎকার সমন্বিত কার্যক্রম রয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এখানকার খেলোয়াড়গন জাতির জন্য অনন্যসব গৌরব বয়ে এনেছে ও আনছে। বিকেএসপির জন্মের ৩৯ বছরেও অফিসিয়াল কোনও থিম সং ছিলো না। এই থিম সংটিতে বিকেএসপির ইতিহাস, গৌরব, বিশ্বক্রীড়ামঞ্চে জাতীয় পতাকা উড়ানোর স্বপ্ন, প্রত্যয় এবং বহুমুখী কার্যক্রম তুলে ধরা হয়েছে। দেশের বর্তমান এবং অনাগত প্রজন্ম স্বপ্নচারী হয়ে উঠবে এই থিম সং-এর মাধ্যমে। আমার বিশ্বাস, এই থিম সং বিকেএসপির প্রতিটি ক্যাডেটকে আরও দৃঢ়-প্রত্যয়ী এবং দেশপ্রেমে উজ্জীবিত করবে, একদিন তারাই স্বদেশের পতাকা উড়াবে অলিম্পিকসহ বিশ্বক্রীড়াঙ্গনে।’

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin