টঙ্গীতে আগুন: নিহত-আহত ফায়ার সার্ভিস কর্মীদের পরিবারকে আর্থিক সহযোগিতা

টঙ্গীতে আগুন: নিহত-আহত ফায়ার সার্ভিস কর্মীদের পরিবারকে আর্থিক সহযোগিতা

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে নিহত ও আহত ফায়ার সার্ভিস কর্মীদের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ১৩ লাখ টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এর মধ্যে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদ এবং নুরুল হুদার পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহযোগিতা প্রধান করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তারা এ অর্থের চেক হস্তান্তর করেন।  

এ ছাড়াও চিকিৎসারত, খন্দকার জান্নাতুল নাঈম ওয়ার হাউস ইন্সপেক্টর ৪২ শতাংশ দগ্ধকে দুই লাখ টাকা এবং মুহাম্মদ জয় হাসান ফায়ার ফাইটার পাঁচ শতাংশ দগ্ধকে এক লাখ টাকার আর্থিক সহযোগিতা প্রদানের লক্ষে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের কাছে চেক হস্তান্তর করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গাজীপুর জেলার টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল গোডাউনে আগুন লাগলে আগুন নেভাতে গিয়ে টঙ্গীর ফায়ার স্টেশনের চারজন ফায়ার কর্মী এবং কারখানার একজন কর্মী দগ্ধ  হয়েছেন।

এতে আরও বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা (বীরপ্রতীক) ফারুক ই আজমের সঙ্গে বৃহস্পতিবার তার সচিবালয়ের দপ্তরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সাক্ষাৎ করেন। এ সময় তারা অগ্নিকাণ্ড, ভূমিকম্পসহ প্রভৃতি দুর্যোগে করণীয় সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

উপদেষ্টা অগ্নিনির্বাপককালে ফায়ার ফাইটারদের নিরাপত্তা নিশ্চিত করতে অগ্নি নিরোধক পোশাক ও অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতার আশ্বাস দেন এবং সার্বিকভাবে বাহিনীর আধুনিকায়ন ও প্রশিক্ষণের সহযোগিতার কথাও উল্লেখ করেন।  

এসকে/এএটি 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin