তিন প্রশ্নেই মাপা হয় মেধার ঝলক

তিন প্রশ্নেই মাপা হয় মেধার ঝলক

বিশ্বের সবচেয়ে ছোট আইকিউ টেস্টের নাম কগনিটিভ রিফ্লেকশন টেস্ট (CRT)। ২০০৫ সালে প্রিন্সটনের মনোবিজ্ঞানী শেন ফ্রেডেরিক এই টেস্ট তৈরি করেন। সহজ মনে হলেও এর প্রশ্নগুলো আসলে ধাঁধার মতো—যেখানে তড়িঘড়ি দেওয়া উত্তর ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সমাধানে পৌঁছাতে হলে একটু ভেবেচিন্তে উত্তর করতে হয়।

একটি ব্যাট ও একটি বলের দাম মিলিয়ে ১১০ টাকা। ব্যাটটির দাম বলের চেয়ে ১০০ টাকা বেশি। বলটির দাম কত?

প্রথমে মনে হবে বলের দাম ১০ টাকা। কিন্তু যদি বলের দাম ১০ টাকা হয়, তবে ব্যাটের দাম হবে ১১০ টাকা। যোগ করলে দাঁড়ায় ১২০ টাকা—যা আসল মোট দামের (১১০ টাকা) সঙ্গে মেলে না।

সঠিক সমাধান হলো—বলের দাম ৫ টাকা, আর ব্যাটের দাম ১০৫ টাকা। মোট ১১০ টাকা।

টেস্টের নাম: Cognitive Reflection Test (CRT)

প্রণেতা: শেন ফ্রেডেরিক (২০০৫)

বিশেষত্ব: সহজ মনে হলেও ভুল উত্তর দেওয়ার প্রবণতা বেশি

আজকের প্রশ্ন: একটি ব্যাট ও একটি বলের দাম মিলিয়ে ১১০ টাকা। ব্যাটটির দাম বলের চেয়ে ১০০ টাকা বেশি। বলটির দাম কত (ব্যাট-বল ধাঁধা)

সঠিক উত্তর: বল = ৫ টাকা, ব্যাট ১০৫ টাকা

তথ্যসূত্র: রিডার্স ডাইজেস্ট

Comments

0 total

Be the first to comment.

৪৭তম বিসিএস প্রিলি: পরীক্ষার হলে কোন ভুলে পিছিয়ে পড়েন চাকরিপ্রার্থীরা Prothomalo | পরামর্শ

৪৭তম বিসিএস প্রিলি: পরীক্ষার হলে কোন ভুলে পিছিয়ে পড়েন চাকরিপ্রার্থীরা

৪৭তম বিসিএসে আবেদন করেছেন প্রায় পৌনে চার লাখ চাকরিপ্রার্থী। অথচ নিয়োগের পদ মাত্র ৩ হাজার ৪৮৭টি। সংখ্...

Sep 17, 2025
২৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন ফরম জমার নির্দেশ Prothomalo | পরামর্শ

২৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন ফরম জমার নির্দেশ

২৭তম বিসিএসের প্রথম পর্যায়ে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের প্রাক্‌–চাকরি বৃত্তান্ত যাচাই ফরম (পুলিশ ভেরি...

Sep 25, 2025

More from this User

View all posts by admin