থানা থেকে পুলিশের এএসআইয়ের মরদেহ উদ্ধার

থানা থেকে পুলিশের এএসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ভেতর ওহিদুর রহমান (৩২) নামে এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত এএসআই ওহিদ নোয়াখালী জেলার কবিরহাট থানার শহীদুল্লাহর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশ দক্ষিণের উপ-কমিশনার (ডিসি) মো. আলমগীর। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল শনিবার রাতে নাইট ডিউটিও করেছিল ওহিদ। সকালে বাথরুমে গোসল করতে ঢুকেছিল। পরে সেখানে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ওহিদুর রহমান আগে বরিশাল ছিল। তার পরিবারও বরিশালে থাকে। বদলি হওয়ার জন্যও কখনও পীড়াপীড়ি করেনি। কেন এমন ঘটনা ঘটলো, বিষয়টি বুঝতে পারছি না।’

বিস্তারিত তদন্তের পর জানা যাবে বলে জানান তিনি।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin